মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০৫:৪২:৩২

'ভারতকে সেমিতে তুলতে বাংলাদেশের অবদানও কম নয়'

'ভারতকে সেমিতে তুলতে বাংলাদেশের অবদানও কম নয়'

ইশতিয়াক সজীব : ‘কে হায় হৃদয় খুঁড়িয়া বেদনা জাগাতে ভালোবাসে।’ কেউ ভালো না বাসলেও খোঁড়াখুঁড়ি না করে উপায় নেই! বিরাট কোহলিকে নিয়ে অতি মাতামাতিতে বাংলাদেশের কথা ভুলে গেছে সবাই।

কেউ বলছে না, ভারতকে টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে তুলতে কোহলির চেয়ে বাংলাদেশের অবদান এক চুলও কম নয়! আগের ম্যাচে মাশরাফিদের কাছ থেকে এক রানের সেই ভুতুড়ে জয় উপহার না পেলে কাল ভারতের সব দৈনিকের শিরোনাম হতো, ‘জিতেও হেরে গেল ভারত।’

মোটা দাগে কোহলির অপরাজিত ৮২ রানের দুর্দান্ত এক ইনিংসে ভর করে সুপার টেনে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। কিন্তু বাংলাদেশের বিপক্ষে হারা ম্যাচটা ধোনিরা অবিশ্বাস্যভাবে জিতে না গেলে ছবিটা অন্যরকম হতো। ওই ম্যাচে বাংলাদেশ জিতলে অস্ট্রেলিয়াকে হারানোর পরও সুপার টেন থেকে বিদায় নিতে হতো ভারতকে। সে ক্ষেত্রে দু’দলের পয়েন্ট সমান হলেও নেট রান রেটে ভারতের (-০.৩০৫) চেয়ে অনেক এগিয়ে থাকায় সেমিতে চলে যেত অস্ট্রেলিয়া (+০.২৩৩)।

ব্যাপরটা পানির মতোই পরিষ্কার। কিন্তু সেমিতে পা রেখে বাংলাদেশকে শুকনো ধন্যবাদটুকুও জানাননি ভারত অধিনায়ক এমএস ধোনি! সব প্রশংসা গেছে কোহলির ঝুলিতে। আইসিসিও চরম অকৃতজ্ঞ! টি ২০ বিশ্বকাপের ক্যানভাসটা এখনও রঙিন থাকার পেছনে বাংলাদেশের অবদানের কথা দিব্যি ভুলে গেছে তারা।

এক অর্থে বাংলাদেশের ১৬ কোটি মানুষকে বিষাদে ডুবিয়ে বিশ্বকাপকে বাঁচিয়ে রেখেছেন মুশফিকুর, মাহমুদউল্লাহরা। নিজেদের আঙ্গিনায় সুপার টেন থেকে ভারত বিদায় নিলে বিশ্বকাপই শুধু রঙ হারাতো না, আইসিসির কোষাগারেও টান পড়ত! মুখ ফিরিয়ে নিত বাণিজ্যলক্ষ্মী। সেমিফাইনালে এশিয়ার কোনো প্রতিনিধিই থাকত না। বাংলাদেশের জন্যই তো বৈশ্বিক রূপ পেয়েছে সেমিফাইনাল। চার মহাদেশের চার দল। ওশেনিয়া অঞ্চল থেকে নিউজিল্যান্ড, ইউরোপ থেকে ইংল্যান্ড, আমেরিকা থেকে ওয়েস্ট ইন্ডিজ ও এশিয়া থেকে ভারত।

আগামী কাল দিল্লিতে প্রথম সেমিফাইনালে দেখা হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের। পরদিন মুম্বাইয়ে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় সেমিফাইনাল। ভারতীয় মিডিয়ার খবর সঠিক হলে, টি ২০ বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেবেন ধোনি। বাংলাদেশের কাছ থেকে অমূল্য উপহারটা না পেলে এতক্ষণে হয়তো সাবেকের খাতায় নাম উঠে যেত ভারত অধিনায়কের! ধোনি হয়তো সেটা স্বীকার করবেন না।

কিন্তু শেষ পর্যন্ত ভারত বিশ্বকাপ জিতলে একটি ধন্যবাদ প্রাপ্য হয়ে যাবে বাংলাদেশের! -যুগান্তর

২৯ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে