মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০৫:৪৭:১৪

বাংলাদেশের আশার আলো মুস্তাফিজ

বাংলাদেশের আশার আলো মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : টি ২০ বিশ্বকাপ থেকে মাশরাফিরা ফিরেছেন সুপার টেন পর্বে সব ম্যাচে হারার বেদনা নিয়ে। টুকরো টাকরা উজ্জ্বল স্মৃতির মধ্যে মুস্তাফিজুর রহমানের নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে পাঁচ উইকেট শিকার সবার আগে মনে পড়বে। দেশে ফেরার পর অমন গরিমামাখা কীর্তির জন্য সর্বত্র ব্যাপক প্রশংসিত হচ্ছেন এই তরুণ বাঁ-হাতি পেসার। ক্রিকেটবিশ্বেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে সমর্থ হয়েছেন মুস্তাফিজ।

শুধু নিউজিল্যান্ডই নয়, অস্ট্রেলিয়া ও ভারতের ব্যাটসম্যানদেরও সন্ত্রস্ত রেখেছিলেন তিনি। ইনজুরির দরুন এবারের আসরে সব ম্যাচে খেলা হয়নি মুস্তাফিজের। অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার টেন পর্বে ম্যাচে নয় উইকেট নেয়া মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ গোটা ক্রিকেটবিশ্ব।

সতীর্থদের কাছ থেকেও বাহবা পাচ্ছেন তিনি। অধিনায়ক মাশরাফি মুর্তজা টি-২০ বিশ্বকাপ চলাকালেই বলেছেন, মুস্তাফিজের কোনো বিকল্প নেই ক্রিকেটবিশ্বে। এবার মুশফিকুর রহিম বাংলাদেশ দলের এই তরুণ প্রতিভাকে বললেন ‘আশার আলো’। নিজের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে মুশফিকুর লিখেছে, ‘সব বাধার মধ্যেও আশার আলো আমাদের মুস্তাফিজ।’

২৯ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে