মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০৫:০৫:৩৬

মুস্তাফিজ ওয়াহাবকে দেখালেন কিভাবে বল করতে হয়

মুস্তাফিজ ওয়াহাবকে দেখালেন কিভাবে বল করতে হয়

স্পোর্টস ডেস্ক: যদি বলা হয় বর্তমান বিশ্বে বলে সবচেয়ে ভালো কাটার কে দিতে পারে। ভাবা চিন্তা ছাড়াই যে কেউ উত্তর দেবেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ উদীয়মান পেসার মুস্তাফিজুর রহমান।

সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও মুস্তাফিজের কাটারে বিধ্বস্ত হয়েছে বিশ্বের দাপুটে ব্যাটসম্যানরা। অনেকে তার বোলিং বুঝে ওঠার আগেই সাজ ঘরে পা রেখেছেন। সুপার টেনে নিজেদের সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে মুস্তাফিজ মাত্র ২২ রানের বিনিময়ে নিয়েছেন ক্যারিয়ার সেরা পাঁচ উইকেট। তার মধ্যে চারটিই ছিল বোল্ড।

কিউইদের বিপক্ষে ম্যাচে কেন উইলিয়ামসনকে বোল্ড করেছিলেন মুস্তাফিজ। মুস্তাফিজ একের পর এক যখন কাটার দিচ্ছিলেন, তখন উইলিয়ামসন একটি বলে স্ট্যাম্প ছেড়ে সামনে ব্যাট করতে গিয়েছিলেন। কিন্তু এখানেই নিজের বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছেন মুস্তাফিজ। সেই বলটি কাটার না দিয়ে করেছেন ‘স্লো’ বল। এমনিই উপড়ে গেল স্ট্যাম্প।

এখন প্রশ্ন জাগতে পারে তবে মুস্তাফিজ কি শেখালেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজকে? হ্যা, বলতে চাই পাকিস্তান অস্ট্রেলিয়া ম্যাচে কথা। যেখানে অজি অধিনায়ক স্টিভেন স্মিথ স্ট্যাম্প থেকে প্রায় দুই হাত বেরিয়ে অভিজ্ঞ ওয়াহাবের বল মোকাবেলার জন্য প্রস্তুত, সে সময় স্ট্যাম্পে বল না করে করলেন ব্যাট বরাবর। হলো চার রান। তখন মনে হলো স্মিথের ফাঁদে বোকার মত পা দিলেন ওয়াহাব। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচে মুস্তাফিজের দুর্দান্ত পারর্ফম দেখে ক্রিকেটের জনপ্রিয় অনলাইন ইএসপিএনক্রিকইনফো’র বিষেশজ্ঞরা এভাবেই বললেন, ‘মুস্তাফিজ ওয়াহাবকে দেখালেন কিভাবে বল করতে হয়’।
২৯ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে