মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০৫:১৭:৩৮

ভারতের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ১টি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা

ভারতের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ১টি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক: আপাতত কিছুদিন বিশ্রামে থাকবেন টাইগার দলের সব সদস্য। এরপর আবার তাদের নেমে পড়তে হবে ব্যস্ত সময়সূচীতে। যদিও এখন পর্যন্ত সেই সূচি চূড়ান্ত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার পর ঘরের মাঠে জিম্বাবুয়েকে সিরিজ হারানোর গল্পগুলো হয়ে গেছে বেশ পুরনো টাইগারদের। তাই নতুন করে চলতি বছরে ভারতের সাথে আরও একবার লড়াই করতে চায় বাংলাদেশ।

আগামী আগস্টে মাশরাফি বাহিনী কলকাতা ইডেন গার্ডেনসে গিয়ে ভারতের বিপক্ষে সিরিজ খেলার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ভারত সফরে খেলার কথা রয়েছে তিনটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ। তবে এর আগে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের।

জুন-জুলাইয়ে দিকে ৩টি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-২০ ম্যাচ খেলতে জিম্বাবুয়ে যাওয়ার কথা সাকিব-তামিমরা।এরপর সেপ্টেম্বরে ঘরের মাঠে স্যামি-গেইলদের সঙ্গে ৭টি ওয়ানডে খেলার কথা রয়েছে বাংলাদেশের। অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় আসতে পারে ইংল্যান্ড। এরপর নভেম্বরে নিউজিল্যান্ড সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে মাশরাফিদের। কিউইদের সঙ্গে ৩টি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।
২৯মার্চ,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে