মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০৫:৪২:৪৫

সেই কাটার মাস্টার-দ্য ডেঞ্জারম্যান-দ্য মিস্টিরিয়াস বোলার মুস্তাফিজ এখন ‘দ্য ফিজ’!

সেই কাটার মাস্টার-দ্য ডেঞ্জারম্যান-দ্য মিস্টিরিয়াস বোলার মুস্তাফিজ  এখন ‘দ্য ফিজ’!

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটের নতুন সেনসেশন ও বাংলাদেশ দলের বর্তমান সময়ের ‘সবচেয়ে নির্ভরযোগ্য’ পেসার মুস্তাফিজুর রহমানের নামের আগে এরই মধ্যে যুক্ত হয়েছে ‘কাটার মাস্টার’ ‘দ্য ডেঞ্জারম্যান’ ‘দ্য মিস্টিরিয়াস বোলার’। এগুলোর সঙ্গে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর বোদ্ধা বিশ্লেষক অরুন ভেনুগোপাল যুক্ত করেছেন ‘দ্য ফিজ’।

মুস্তাফিুজর রহমান এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে চার ওভারের স্পেলে মাত্র ২২ রানে নেন পাঁচ উইকেট। এতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কমবয়সে পাঁচ উইকেটের রেকর্ড গড়েছেন ২০ বছরের মুস্তাফিজ। মুস্তাফিজের এই বোলিং শৈলী দেখে ভেনুগোপাল তাকে এই ‘দ্য ফিজ’ উপনামটি দিয়েছেন। ইংরেজিতে ফিজ শব্দের অর্থ ‘সাঁ সাঁ আওয়াজ’।

এক বিশ্লেষণে অরুণ ভেনুগোপাল বলেন, ‘কলকাতার গুমোট, ঘর্মাক্ত আবহাওয়ায় বাংলাদেশি বোলারদের বিপক্ষে ভোগান্তিতে দেখা যাচ্ছিল নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের। ব্যতিক্রম ছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ক্রিজে ঘামে জবজবে উইলিয়ামসন ২৮ বলে ব্যক্তিগত ৩৮ রানে ব্যাট করছেন। দলীয় রান তখন ৫২। ইনিংসের নবম ওভারে মুস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আগেও এক ওভার বল করেন মুস্তাফিজ। ওই ওভারে দুই রান খরচায় মুস্তাফিজ উইকেট উপড়ে নেন কিউই ওপেনার হেনরি নিকোলসের। এবার মুস্তাফিজের ওভারের তৃতীয় বল ইনসাইড আউট শটে লং অফে খেললেন উইলিয়ামসন। কিউই অধিনায়ক ধারণা করছিলেন পরের বলে সোজা  স্লোয়ার কাটার পাবেন। কিন্তু মুস্তাফিজ তার চেয়েও চতুর। ডেলিভারি দিলেন দ্রুত গতির কাটার। জায়গা বানিয়ে খেলতে যাওয়া উইলিয়ামসনের ব্যাট ফাঁকি দিয়ে বল আশ্রয় নেয় বাংলাদেশি উইকেটরক্ষকের গ্লাভসে। পরের বলে ব্যাট হাতে ব্যতিক্রমী কিছু (আনঅর্থোডক্স) করার দরকার ছিলো উইলিয়ামসনের। পরিণতি, মুস্তাফিজের স্লোয়ার কাটার উপড়ে নিলো উইলিয়ামসনের অফস্টাম্প। ব্যাটসম্যানের অরক্ষিত স্টাম্প উপড়ে নেয়ার অসাধারণ দক্ষতা ‘দ্য ফিজ’-এর।’
২৯ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/কামাল/এমকেএইচ/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে