মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০৬:০৪:৫১

সবকিছু মিলিয়ে মাশরাফি ভাই সফল অধিনায়ক : সাকিব

সবকিছু মিলিয়ে মাশরাফি ভাই সফল অধিনায়ক : সাকিব

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট পাড়ার গুঞ্জন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এমনকি বিষয়টি নিয়ে দেশি-বিদেশি মিডিয়ায়ও চলছে প্রচার। তাই ক্রিকেট ভক্তদের মনে প্রতিনয়ত ঘুরপাক খাচ্ছে কে হচ্ছেন জাতীয় দলের পরবর্তী অধিনায়ক। আর এ ক্ষেত্রে অধিনায়ক হিসেবে সাকিব ও রিয়াদের নাম উঠে আসছে।

অধিনায়কত্ব  ইস্যুতে রিয়াদ চুপ থাকলেও সাকিব জানিয়েছেন অধিনায়ক হতে চান না তিনি। কারণ অধিনায়ক হলে অনেক দায়িত্ব বেড়ে যাবে বলে মনে করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

দেশের দৈনিককে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘আসলে খোলামেলাই বলি, আমি এখন ওইভাবে চিন্তা করি না। নিজেকে বাংলাদেশ দলের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবেও দেখি না। আমার আসলে অধিনায়ক হওয়ার ইচ্ছা নেই।’

মাশরাফিকে সফল অধিনায়ক উল্লেখ করে তিনি বলেন, কোচ, ক্যাপ্টেন, টিম ম্যানেজমেন্ট এবং পারফরম্যান্স সবকিছু মিলেই একটা দল ভালো খেলে। অবশ্যই কোচ এবং ক্যাপ্টেনকে অনেক বেশি সিদ্ধান্ত নিতে হবে। সম্পৃক্ত থাকতে হয়। অর্থাৎ সবকিছু মিলিয়ে মাশরাফি ভাই অবশ্যই অনেক সফল। কোচের সঙ্গে উনার বোঝাপড়াটা ভালো আছে। দুইজন দুইজনকে বোঝে। আমার কাছে মনে হয় দলের জন্য এটা ভালো দিক।
২৯ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে