মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০৬:৩০:৪২

‘মাশরাফিকে আরো ২ বছর অধিনায়ক হিসেবে দেখতে চাই’

‘মাশরাফিকে আরো ২ বছর অধিনায়ক হিসেবে দেখতে চাই’

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর থেকে অধিনায়ক হিসেবে মাশরাফির অর্জন প্রশ্নাতীত। তবে তাসকিন ও সানির নিষেধাজ্ঞার পর মাশরাফির অবস্থানের কারণে দলের মনোবল ভেঙ্গে যাওয়াকেই বাংলাদেশের বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো হারের কারণ হিসেবে দেখছেন অনেকেই।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের পর মাশরাফির বোলিং ও ব্যাটিং নিয়ে প্রশ্ন তোলেন সুনীল গাভাস্কার। এর পরের ম্যাচেই ভারতের বিরুদ্ধে পুরো চার ওভার বোলিং করেন মাশরাফি এবং ৫ নম্বরে উঠে এসে ব্যাট করেন। পারফরম্যান্সও একেবারেই মুখে কুলুপ এঁটে দেওয়ার মতো। ৪ ওভার বল করে তিনি দেন মাত্র ২২ রান। ব্যাট হাতে ৫ বলে করেন ৬ রান।

বলার মতো ব্যাটিং পারফরম্যান্স না হলেও মাশরাফির এই উপরে উঠে আসা দলের ব্যাটিং গভীরতাকে বাড়িয়েছিলো। ওই ম্যাচে বাংলাদেশ শুধু ১ রানের আক্ষেপ ছাড়া বাকী সবই পেয়েছিলো। অনেকের মতে মাশরাফির এখন বাংলাদেশ টিমের যতখানি প্রয়োজন তারচে বেশি বাংলাদেশ টিমের মাশরাফিকে প্রয়োজন।

মাশরাফি দায়িত্ব নেওয়ার পর তার যাদুর কাঠির ছোয়ার বাংলাদেশ পায় একের পর এক সিরিজ জয়। ওয়ানডে বিশ্বকাপ-২০১৫ র কোয়ার্টার ফাইনালেও ওঠে বাংলাদেশ। তাই মাশরাফির অধিনায়কত্বেই সকলের ভরসা।

ইশতিয়াক রউফ নামে একজন মাশরাফিকে আরও অন্তত ২ বছর অধিনায়ক হিসেবে দেখতে চান। তিনি বলেন, এলোমেলো একটা গোল্ডেন জেনারেশন মাশরাফির নেতৃত্বে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলছে। এদের কিছু একটা অর্জন করতে হবে, এবং সেটা হতে পারে শুধুই মাশরাফির হাত ধরে।

আশফাক আলমের মতে, মাশরাফি কখনও বড়ো ভাইয়ের মতো কখনও অভিবাবকের মতো আগলে রাখে সবাইকে। যা আমরা পূর্বে দেখিনি। মাশরাফিকে আরও অন্তত দুই বছর অধিনায়ক হিসেবে দেখতে চাই। যদি সে নিজে চায় তাহলে পরবর্তী বিশ্বকাপ পর্যন্তও থাকতে পারে।

নিলয় কুমার সরকার বলেন, মাশরাফির বোলিং এখনো বেশ কার্যকরি। অধিনায়ক হিসেবে ঝুঁকি নিতে পারেন তিনি, সঠিক সময়ে বোলিং চেঞ্জ করেন, ভাল ফিল্ডিং সাজান, খেলোয়াড়দের মোটিভেট করতে পারেন, এই গুণ গুলো অনেক বিরল। তার নেতৃত্বে বাংলাদেশ দল একটা ইউনিট হিসেবেই খেলে। তাই আমদের মতো উদীয়মান দলের মাশরাফিকে অবশ্যই দরকার, অন্তত দুই বছর।

রিফাত আলম বলেন, প্রতিটা ক্রিকেটিং দেশই তাদের সেরা ক্যাপ্টেনকে যতদিন সম্ভব খেলানোর চেষ্টা করে। রানাতুঙ্গা-স্টিভ ওয়াহ্-রা ৩৬-৩৭ বয়স পর্যন্ত ক্যাপ্টেন্সি করে গেছে। ক্লাইভ লয়েড তো সম্ভাবত ৪০-৪১ বছর বয়স পর্যন্ত। একটা পর্যায়ে দলে পারফর্ম করার চেয়ে তাদের কাজ হয় বরং দলকে পারফর্ম করানো। মাশরাফি এই কাজে শতভাগ সফল। মাশরাফি দলে আরো দু’বছর থাকুক, সেটাই চাই।
২৯ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/কামাল/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে