মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০৬:৩৪:৫৭

মাশরাফি ভাই মহানায়ক, আমি অধিনায়ক হতে চাই না : সাকিব

মাশরাফি ভাই মহানায়ক, আমি অধিনায়ক হতে চাই না : সাকিব

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটবিশ্বে অনেক গ্রেট গ্রেট খেলোয়াড়ই মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বের মুগ্ধ। তার হাত ধরে বাংলাদেশ পেয়েছে ইতিহাস গড়া অনেক জয়ই। যা দেখে মাঠের বাহিরে ‘সাবাস বাংলাদেশ’ স্লোগানে কম্পিত হয়েছে গোটা বিশ্ব। মোট কথা হচ্ছে, মাশরাফির আর্দশ মানছে সতীর্থদের থেকে শুরু করে বাংলাদেশের বর্তমান প্রজন্মের তরুণ-তরুণরা। সবায় মাশরাফিকে এখন বাংলার ক্রিকেটাঙ্গনের মহানায়ক বলতে শুরু করেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের ভরাডুবির পর প্রশ্ন উঠেছে সেই মাশরাফির অধিনায়কত্ব নিয়ে। অনেকে তার বিদায়ও দেখে ফেলছেন। কিন্তু তার বিদায়ে কে নিচ্ছেন তার দায়িত্ব? আলোচনায় আছে সাকিবের নামও।

তবে অধিনায়কত্ব নিয়ে সাকিব বর্তমানে কিছুই ভাবছেন না বলে জানিয়েছেন। মাশরাফি দায়িত্ব ছাড়লে ওয়ানডে ক্রিকেটের সহ-অধিনায়ক হিসেবে সাকিবর কাঁধে ওঠার কথা নেতৃত্বের দায়িত্ব। কিন্তু সেটা কোনো ভাবচ্ছেন না অলরাউন্ডার সাকিব।

সাকিব বলেন, নেতৃত্ব নিয়ে কোনো চিন্তা আমার নেই। অধিনায়কত্ব নিয়ে সত্যিই কোনো চিন্তা করি না। বাংলাদেশ দলের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবেও নিজেকে দেখি না। আমার আসলে অধিনায়ক হওয়ার ইচ্ছা নেই।
এ সময় মাশরাফির প্রশংসায় সাকিব বলেন, মাশরাফি ভাই তো একজন মহানায়ক। তার বোঝাপড়া অনেক ভালো। দলের জন্য এই দিকটা ভালো ।

২৯ মার্চ,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে