মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০৭:০৭:৩৮

টি-টোয়েন্টির ব্যাংকিংয়ে মুস্তাফিজ আট ও সাব্বির চার ধাপ এগিয়েছে

টি-টোয়েন্টির ব্যাংকিংয়ে মুস্তাফিজ আট ও সাব্বির চার ধাপ এগিয়েছে

স্পোর্টস ডেস্ক : এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে দূর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ দল। ভালো খেলেও মূল পর্বে জয়ের দেখা পায়নি টাইগাররা। কিন্তু টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে এসেছেন সাব্বির রহমান ও মুস্তাফিজুর রহমান।

মঙ্গলবার সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং ঘোষণা করেছে আইসিসি। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন সাব্বির। বিশ্বকাপে ৭ ম্যাচে ২৪.৫০ গড়ে ও ১২৩.৫২ স্ট্রাইক রেটে ১৪৭ রান করেন এই ডানহাতি।

এদিকে র‍্যাঙ্কিংয়ে বেশ এগিয়েছেন চোটমুক্ত হয়ে মাঠে ফেরা মুস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র ৩ ম্যাচ খেলার সুযোগ হয়েছিল এই বাঁহাতি পেসারের। যেখানে ৯.৫৫ গড়ে ৯ উইকেট নেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করে ২২ রানে ৫ উইকেট নেন তরুণ তুর্কি। এই তিন ম্যাচের দারুণ পারফরম্যান্সে আট ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন ২০ বছর বয়সী বিস্ময় বালক।

টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠেছেন বিরাট কোহলি। অ্যারন ফিঞ্চকে সরিয়ে এ জায়গা দখল করেন এই ডানহাতি। তিনে রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।

অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিনকে পিছনে ফেলে বোলিংয়ে শীর্ষে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি। এ ছাড়া দুইয়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। আর শীর্ষস্থান হারানো অশ্বিন রয়েছেন তিনে।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ৩৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। সাকিব আল হাসান ৩৪৬ পয়েন্ট নিয়ে রয়েছেন দুইয়ে।

বিশ্বকাপের মূলপর্বে কোনো ম্যাচে জয় না পাওয়া বাংলাদেশ রয়েছে দলগতভাবে ১০ নম্বরে। আর ভারত রয়েছে যথারীতি টি-টোয়েন্টিতে শীর্ষে।

২৯ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/কামাল/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে