মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০৭:১৩:১৪

‘তাসকিনের ফিরতে সময় লাগবে দুই সপ্তাহ’

‘তাসকিনের ফিরতে সময় লাগবে দুই সপ্তাহ’

স্পোর্টস ডেস্ক: অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত তাসকিন আহমেদ ও আরাফাত সানির জন্য আইসিসির দরবারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যতটুকু করার ছিল সবটুকুই তারা করেছে। কিন্তু তারপরও ফলাফল পক্ষে আসেনি। এখন যা করার তাসকিন-সানিকেই করতে হবে। বিসিবি কেবল সময়মত তাদেরকে আরেকবার শুদ্ধি পরীক্ষা করিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরায় সহযোগিতা করতে পারে।

নিজেদের শুধরিয়ে নেয়ার সেই কাজটা শুরু করে দিয়েছেন তাসকিন-সানি। সানির ক্ষেত্রে কিছুটা সময়ের দরকার হলেও তাসকিন যে দ্রুতই বোলিং অ্যাকশন ল্যাবে ঢুকতে পারবেন সেটি অনুমেয়ই। বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, তাসকিনের বোলিং অ্যাকশন শুধরাতে দুই সপ্তাহ সময় লাগবে বলে।  

এদিকে, পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা তাসকিনকে নিয়ে একই আশাবাদ ব্যক্ত করেছেন টাইগারদের বোলিং কোচ হিথ স্ট্রিকও। স্ট্রিক জানিয়েছেন, তাসকিন খুব দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন। তার বোলিং অ্যাকশনে বেশি সমস্যা নেই। তবে একটু শুধরাতে হবে। আর এ জন্য সর্বোচ্চ দুই সপ্তাহ সময় লাগতে পারে।
১৯ মার্চ,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে