মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০৭:৫৯:২৬

তাসকিনকে নিয়ে কোনো চাপ নিতে চাই না: বাংলাদেশ দলের কোচ

তাসকিনকে নিয়ে কোনো চাপ নিতে চাই না: বাংলাদেশ দলের কোচ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শেষে বাংলাদেশ ক্রিকেট দলের সবাই ছুটিতে গেলেও ছুটি কাটানো হচ্ছে না তাসকিন আহমেদের। বোলিং অ্যাকশন শোধরানোর জন্য এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনি। অ্যাকশন শুধরে আবার জাতীয় দলে ফিরতে পারবেন এই পেসার। সে লক্ষ্যেই বোলিং কোচ হিথ স্ট্রিকের অধীনে কঠোর অনুশীলন শুরু করেছেন তাসকিন।

হিথ স্ট্রিক বলেন, তাসকিনকে নিয়ে কোন চাপ নিতে চাই না। আমাদের সময়কে আলাদা চাপ হিসেবে নিলে চলবে না। আমার মনে হয় এক মাস কিংবা ছয় সপ্তাহর মত সময় লাগবে পরবর্তী অ্যাকশন পরীক্ষা দিতে; কিন্তু আমাদের লক্ষ্য ওকে শতভাগ ঠিক করে পরীক্ষা দিতে পাঠানো।

তিনি বলেন, আমার মনে হয় না তার জন্য তখন কোনো সমস্যা হবে পরীক্ষায় পাস করা নিয়ে। সে ঢাকা প্রিমিয়ার লিগে খেলবে। আশা করছি এখানে খুব স্বাচ্ছন্দ্যেই খেলতে পারবে। যখন সে মনে করবে সে শতভাগ প্রস্তুত তখনই আমরা তাকে পরীক্ষা দিতে পাঠাবো।

আগামী এপ্রিল মাসেই শুরু হতে যাওয়া আইপিএলে গুজরাট লায়ন্সের হয়ে বোলিং কোচের দায়িত্ব পালন করবেন হিথ স্ট্রিক। ওই সময় বাংলাদেশের তেমন কোন খেলা না থাকায় কাজ করতে সমস্যা হবে না স্ট্রিকের।
২৯ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/কামাল/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে