বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ০২:৪৫:৫৮

‘মুস্তাফিজের কাছে শিখতে পারেন ওয়াহাব রিয়াজ’

‘মুস্তাফিজের কাছে শিখতে পারেন ওয়াহাব রিয়াজ’

স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমানের কাছে শিখতে পারেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ- এমন মন্তব্য ইএসপিএনক্রিকইনফোর বোদ্ধা বিশ্লেষক অরুণ বেনুগোপালের। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পর পর দুই ম্যাচে ওয়াহাব রিয়াজ ও মুস্তাফিজুর রহমানের বোলিং-নৈপুণ্য দেখে এমন বিশ্লেষণ বেনুগোপালের।

আন্তর্জাতিক ক্রিকেটের নতুন সেনসেশন মুস্তাফিজুর রহমান নিউজিল্যান্ডের বিপক্ষে চার ওভারের স্পেলে মাত্র ২২ রানে নেন পাঁচ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কম বয়সে পাঁচ উইকেটের রেকর্ড গড়েন ২০ বছরের মুস্তাফিজ। আর নতুন নতুন বিশেষণ জমছে মুস্তাফিজের নামে। ‘দ্য ডেঞ্জারম্যান’, ‘কাটার মাস্টার’, ‘দ্য মিস্টিরিয়াস বোলার’ এমন সব উপাধি মুস্তাফিজের। আর বেনুগোপাল মুস্তাফিজের নতুন উপনাম দিলেন ‘দ্য ফিজ’। ইংরেজিতে ফিজ শব্দের অর্থ ‘সাঁই সাঁই আওয়াজ’।

বেনুগোপাল বলেন, কলকাতার গুমোট, ঘর্মাক্ত আবহাওয়ায় বাংলাদেশি বোলারদের বিপক্ষে ভোগান্তিতে দেখা যাচ্ছিল নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের। ব্যতিক্রম ছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ক্রিজে ঘামে জবজবে উইলিয়ামসন ২৮ বলে ব্যক্তিগত ৩৮ রানে ব্যাট করছেন। দলীয় রান তখন ৫২। ইনিংসের নবম ওভারে মুস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আগেও এক ওভার বল করেন তিনি। ওই ওভারে দুই রান খরচায় মুস্তাফিজ উইকেট উপড়ে নেন কিউই ওপেনার হেনরি নিকোলসের। এবার মুস্তাফিজের ওভারের তৃতীয় বল ইনসাইড আউট শটে লং অফে খেললেন উইলিয়ামসন।

তিনি আরো বলেন, কিউই অধিনায়ক ধারণা করছিলেন পরের বলে সোজা স্লো কাটার পাবেন। কিন্তু মুস্তাফিজ তার চেয়েও চতুর। ডেলিভারি দিলেন দ্রুতগতির কাটার। জায়গা বানিয়ে খেলতে যাওয়া উইলিয়ামসনের ব্যাট ফাঁকি দিয়ে বল আশ্রয় নেয় বাংলাদেশি উইকেটরক্ষকের গ্লাভসে। পরের বলে ব্যাট হাতে ব্যতিক্রমী কিছু (আনঅর্থোডক্স) করার দরকার ছিল উইলিয়ামসনের। পরিণতি, মুস্তাফিজের স্লো কাটার উপড়ে নিলো উইলিয়ামসনের অফস্টাম্প। ব্যাটসম্যানের অরক্ষিত স্টাম্প উপড়ে নেয়ার অসাধারণ দক্ষতা ‘দ্য ফিজ’-এর।

কিন্তু ভিন্ন চিত্র দেখা গেছে আগের দিন পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে। ইনিংসের গুরুত্বপূর্ণ মুহূর্তে পাকিস্তানের স্ট্রাইক বোলার দ্রুতগতির ওয়াহাব রিয়াজকে ব্যাট হাতে যেমন খুশি খেলেছেন স্টিভেন স্মিথ। বিশ্বকাপের গ্রুপ-টুতে পাকিস্তানকে ১৯৪ রানের বিশাল টার্গেট দেয় অস্ট্রেলিয়া। এতে ৪৩ বলে ম্যাচজয়ী হার না মানা ৬১ রানের ইনিংস খেলেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমানের অভিষেক মাত্র ১১ মাস আগে। এ পর্যন্ত ১৩ ম্যাচে মুস্তাফিজের শিকার ২২ উইকেট।

অভিষেকের এক বছরে টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বাধিক উইকেটের কৃতিত্ব বাংলাদেশের এ কাটার মাস্টারের। অভিষেকের এক বছরে যথাক্রমে ২৬ ও ২৫ উইকেটের রেকর্ড রয়েছে কেবল পাকিস্তানের সাঈদ আজমল ও শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিসের। পেশাদার ক্রিকেটে মুস্তাফিজের সামনে রয়েছে ব্যস্ত সূচি। এবারের ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদ দলের জার্সি গায়ে মাঠ মাতাবেন মুস্তাফিজ। সর্বশেষ আইপিএল নিলামে ১ কোটি ৪০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় সানরাইজার্স।

আইপিএল শেষে মুস্তাফিজ পাড়ি দেবেন ইংলিশ কাউন্টি ক্রিকেট লীগে। সেখানে সাসেক্স দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে মুস্তাফিজকে। কাউন্টি ক্রিকেটে মুস্তাফিজ বাংলাদেশের মাত্রই তৃতীয় খেলোয়াড়। এর আগে উরস্টারশায়ারের জার্সিতে অলরাউন্ডার সাকিব আল হাসান ও নটিংহ্যামশায়ারের জার্সি গায়ে কাউন্টি মাতান বাংলাদেশের ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবাল। -এমজমিন

৩০ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে