বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ০৮:৫৪:৪০

আইসিসি র‌্যাঙ্কিংয়ে মুস্তাফিজ ও সাব্বিরের অভাবনীয় উন্নতি, কোথায় তাদের অবস্থান?

আইসিসি র‌্যাঙ্কিংয়ে মুস্তাফিজ ও সাব্বিরের অভাবনীয় উন্নতি, কোথায় তাদের অবস্থান?

স্পোর্টস ডেস্ক : আইসিসিতে মুস্তাফিজুর রহমানের অভাবনীয় উন্নতি হয়েছে। বিশ্ব তারকাদের অনেকেই বলেছেন এই মুহূর্তে মুস্তাফিজ বিশ্বের সেরা ক্রিকেটার।

তবে তাদের ধারনার প্রতিফলন অনেকটাই হয়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়ে। আট ধাপ উন্নতি হয়েছে মুস্তাফিজের। ১৯ নম্বরে উঠে এসেছেন এই কাটার বয়।

এবারের টি-টোয়েন্টিতে মুস্তাফিজের পারফর্ম ছিল চোখে পড়ার মত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলায় অভাবনীয় উন্নতি হয়েছে তার।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে বর্তমানে রয়েছেন ১৬ নম্বরে উঠে এসেছেন সাব্বির। অল্প সময়ের মধ্যে চোখে পড়ার মত উন্নতি তাদের।

আরো কয়েকটি ম্যাচ খেললে সেরা দশের মধ্যে ঢুকে পড়বেন তারা। দেশের মানুষ তাদের নিয়ে সে স্বপ্ন দেখছে।  

বাংলাদেশের কোনো ক্রিকেটার বোলিং ও ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে যায়নি। এখন হয়তো তাদের কাছে কোটি কোটি মানুষের এই প্রত্যাশাই থাকবে।
৩০ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে