বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ১০:১৩:৪৮

ভাই, আমি আর কোন দিন কি জাতীয় দলে খেলতে পারব না?

ভাই, আমি আর কোন দিন কি জাতীয় দলে খেলতে পারব না?

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের নতুন লেগ স্পিনার যুবায়ের আহমদের প্রশ্ন এটি। দল থেকে ছিটকে গেছেন যুবায়ের আহমদ লিখন।

শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বাংলাদেশ দলের এশিয়াকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ লড়াইয়ে ছিলেন না তিনি।

এর আগে বিপিএলে কোনো টিম তাকে দলে নেয়নি। এই লিখন, গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন ভাই, আমি কি আর দলে ডাক পাব না। কোন দিন কি জাতীয় দলে খেলতে পারব না?

লিখন বলেন, ভাই আমি খুব ভয়ে আছি। যদি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও ডাক না পাই। যুবায়ের বলেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে লেগ স্পিনাররা খুব ভালো করেছেন।

আমি দলের সাথে থাকলেও ভালো বল করতে পারতাম। কিন্তু এখন দেখছি আমার সব কিছু শেষ হতে যাচ্ছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোনো টিম আমাকে দলে নেয় কিনা এই চিন্তায় মাথা ঘুরছে। যুবায়ের বলেন, দলের সাথে থাকলে ভালো হত।

সবাই আমার খেলা দেখত। আর তাতে আমার দল পেতে কোনো সমস্যা হত না। যুবায়ের বলেন, জাতীয় দলের তামিম ভাই, রিয়াদ ভাই আমাকে বেশ উৎসাহ দিয়ে যাচ্ছেন।

আমি তাদেরকে মিস করি। তাদের উৎসাহ আমাকে স্বান্তনা দেয়। জানি না, কোন দিন জাতীয় দলের হয়ে ফের খেলতে পারব কিনা।
৩০ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে