বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ০১:০৯:৫৮

তাসকিনের ইস্যুতে বড় ধরনের ধাক্কা খেয়েছি: পাপন

তাসকিনের ইস্যুতে বড় ধরনের ধাক্কা খেয়েছি: পাপন

স্পোর্টস ডেস্ক: অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।

এ বিষয়ে দেশের প্রথম সারির একটি পত্রিকাকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানান, তাসকিনের ইস্যুতে আমি খুব বিষ্মিত হয়েছি, ধাক্কা খেয়েছি।

এছাড়া তিনি আরো বলেন, বিশ্বকাপে আমাদের প্রধান অস্ত্র ছিলো বোলিং। কারো সাথে কিন্তু আমরা আহামরি রান করতে পারি নাই। কোয়ালিফাই রাউন্ডে একটা ম্যাচ ছাড়া তেমন রান করতে পারিনি। ১৫০/১৬০ রান করেই আমরা জিতেছি। এটাই আমাদের অভ্যাস। সে দিক থেকে চিন্তা করলে আমাদের প্রধান অস্ত্র বোলিংয়ে সেখানে আমাদের ফর্মে থাকা খেলোয়াড় ছিলো তাসকিন।

তাসকিনকে নিষিদ্ধ করার প্রক্রিয়ার ব্যাপারে পাপন বলেন, ম্যাচের কোন বলে ওর সমস্যা ছিলো না। কিন্তু পরীক্ষায় সেটা (ম্যাচে না করা বল) করতে বলা হলো যা আমার কাছে খারাপ লেগেছে। এটা বিষ্ময়কর। ম্যাচে একজন যে বল করলোই না, সেই কাল্পনিক ডেলিভারির জন্য সে সন্দেহে পড়লো এবং শেষ পর্যন্ত নিষিদ্ধ হলো! আমি তাদের বলেছি, এর আগে তো এমন কোন খেলোয়াড়ের শাস্তি হয়নি। আইসিসি পারলে আরেকজনের ক্ষেত্রে এরকম করে দেখাক যে কিনা ম্যাচে অবৈধ কোনো ডেলিভারি না করেই শাস্তি পাবে।
৩০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে