বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ০১:৪২:০০

মাশরাফি-পাপনের সম্পর্ক অনেক গভীর!

মাশরাফি-পাপনের সম্পর্ক অনেক গভীর!

স্পোর্টস ডেস্ক: কয়েক দিন ধরে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে উদ্ধৃত করে গণমাধ্যমে ফলাও ভাবে খবর প্রকাশ হচ্ছে। মাশরাফির অবসর, নাসিরের বিষয়ে নানা রকম বিষেদাগার ইত্যাদি আরো কত কি। তবে দেশে ফেরার পর দেশের প্রথম সারির একটি সংবাদপত্রের সঙ্গে বিষয় গুলো নিয়ে বিস্তারিত কথা হয় পাপনের। পত্রিকাটিকে  দেয়া সাক্ষাতকারে বাংলাদেশ দলের হারের কারণ, তাসকিন ইস্যু এবং মাশরাফির নেতৃত্ব ছাড়ার বিষয় গুলো উঠে আসেছ

মাশরাফির অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে পাপন বলেন, ‘মাশরাফির সাথে আমার সারাক্ষণ কথা হয়। শুধু বোর্ড সভাপতি ও অধিনায়ক হিসেবে নয়, আমি বিশ্বাস করি, আমাদের সম্পর্কটা আরও গভীর। অনেক কথা বলি আমরা। কালকে খেলার পরও মাশরাফি আমার সাথে কথা বলেছে। অধিনায়ত্ব ছেড়ে দিবে এমন কথা সে কখনই বলেনি; এ প্রসঙ্গে আলাপ তো দুরে থাক। আমার দৃঢ় বিশ্বাস মাশরাফি যদি নিজের থেকে কোন সিদ্ধান্ত নেয় সে সবার আগে অবশ্যই আমার সাথে কথা বলবে।’

এসময় মাশরাফির অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ব্যাপারে তিনি বলেন, ‘কেন ভাববো! আমি তো চাই, মাশরাফি যতদূর সম্ভব চালিয়ে যাক। ও নিজের সিদ্ধান্ত নিজে নেবে। ওর মতো অধিনায়ক পাওয়া অনেক বড় ব্যাপার। ফলে এ নিয়ে এখন ভাবার কোনো কারণই নেই।’
৩০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে