বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ০২:০১:৩৯

ইডেনের উইকেট তৈরির দায়িত্ব নিল আইসিসি

ইডেনের উইকেট তৈরির দায়িত্ব নিল আইসিসি

স্পোর্টস ডেস্ক : ইডেনে হবে ফাইনাল লড়াই। এর আগে উইকেট তৈরির কাজটা সারে ভারতীয় ক্রিকেট বোর্ড।

নিজেদের মত করে পিস তৈরী করে ভারত। কখনো স্পিন আর কখনো পেস সহায়ক উইকেট তৈরি করে ভারত।

বাংলাদেশের বিপক্ষে স্পিন সহায়ক উইকেট বানায় তারা। ভারতীয় বোলাররা যাতে বেশ সুবিধা পায় ওই মাঠে।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের জন্য পিস তৈরী করছে খোদ আইসিসি। আইসিসির পিচ উপদেষ্টা অ্যান্ডি অ্যাটকিনসন এ উইকেট তৈরির পরামর্শক।

কিউরেটর সুজন মুখোপাধ্যায় বললেন, রোল করতে করতে এই ঘাস আর এতটা সবুজ থাকবে না। তিনি বলেন, ঘাস আরও কমবে। কিছুটা রোলিংয়ের জন্য। কিছুটা ছাঁটা হবে। ভাল উইকেটই হবে।

ফাইনালের জন্য দুটো উইকেট তৈরি রাখছে সিএবি। একটি উইকেটে কোনো ম্যাচ হয়নি। অন্যদিকে একটিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ম্যাচ হয়।

৩ এপ্রিলের জন্য সাজানো হচ্ছে স্টেডিয়াম। এই ম্যাচের সব টিকিট শেষ হয়েছে।
৩০ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে