বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ০২:৫৫:১৮

ডিপিএলে খেলবেন তাসকিন!

ডিপিএলে খেলবেন তাসকিন!

স্পোর্টস ডেস্ক: বোলিং অ্যাকশানের ত্রুটি কাটিয়ে উঠতে এরইমধ্যে গত (সোমবার) থেকে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। মুলত কোচ হিথ স্ট্রিকের অধীনে শুরু হয়েছে তার ফেরার লড়াই।

গত মঙ্গলবার তাসকিনের উন্নতি প্রশ্নে হিথ স্ট্রিক শোনালেন আশার বানী। বললেন এক-দেড় মাসের মধ্যেই অ্যাকশন শুধরে ফিরতে পারবেন তাসকিন। বলেন, ‘আমাদের কোন তাড়া নেই। আমার মনে হয় ব্যাপারটি তাকে এক মাস থেকে ছয় সপ্তাহ বিশ্রামে রাখবে। তাকে আবারো পাঠানোর আগে আমাদের অবশ্যই শতভাগ নিশ্চিত হতে হবে।’

এরমধ্যে ঘরোয়া ক্রিকেট খেলতে বাঁধা নেই তাসকিনের। বিসিবি চাইলে ঢাকার ঐতিহ্যবাহী প্রিমিয়ার লিগে তাসকিনের সুযোগ হতে পারে। এমনটাই জানালেন বোলিং কোচ হিথ স্ট্রিক। বললেন,‘পরীক্ষায় পাস করে আসাটা তার জন্য বড় কোনো সমস্যা বলে মনে হয় না। সে ঢাকা প্রিমিয়ার লিগে খেলবে। তাই আমি আশাবাদী তাকে যে সামান্য পরিবর্তনের জন্য আমি বলেছি তাতে সে কমফোর্টই থাকবে। যখন আমরা সবকিছুতে সন্তুষ্ট হবো সে তখন যেতে পারবে।’

এদিকে তাসকিনের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে যথেষ্ট আশাবাদী এই জিম্বাবুইয়ান। তাসকিনের অ্যাকশানের প্রায় সব ডেলিভারি বৈধ বলে দাবি করেন তিনি। এ নিয়ে হিথ স্ট্রিক বলেন, ‘তার সাথে কাজ শুরুর করার পর থেকে সত্যিই কখনো তার বোলিং অ্যাকশন বদলায়নি। তার দ্রুত গতির সব ডেলিভারিই বৈধ। তার স্লোয়ার বাউন্সারে সমস্যা ছিলো। যেটা মানসিক অবসাদ থেকে হতে পারে।আমার মনে হয় না তার বোলিং অ্যাকশন ঠিক করার ব্যাপারটা খুব কঠিন। তার ক্রিকেটের ফেরার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’-ক্রিকফেন্জি
৩০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে