বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ০৪:৫৬:৫২

গ্রামের মানুষের কাছে তিনি কাটার মাস্টার নয়, শুধু মুস্তাফিজ

গ্রামের মানুষের কাছে তিনি কাটার মাস্টার নয়, শুধু মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালির তেঁতুলিয়া গ্রামের মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন ক্রিকেটের বিস্ময় বালক কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।কিছুদিন আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে পাঁচ উইকেট পাওয়া মুস্তাফিজুর রহমানকে নিয়ে গ্রামের মানুষ কিংবা পরিবার – কারোই উৎসাহের কোনো কমতি নেই। আজ-কালকের মধ্যেই আবারও ফিরে আসবেন ঢাকায়। তবে গ্রামের পাড়া প্রতিবেশীদের কাছে তিনি কিন্তু কাটার মাস্টার নয়, শুধু মুস্তাফিজ।

বেশ কিছুদিন পর বাবা মায়ের সান্নিধ্যে এসেছেন মুস্তাফিজ। গ্রামের ছোট শিশুদের কোলে তুলে আদর করছেন, আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করছেন, আর গ্রামের ছায়ায় উন্মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছেন।

বাড়ির ছোট ছেলে মুস্তাফিজের আবদার অনুযায়ী বাবা পছন্দের বাজার করে নিয়ে আসছেন। মা তার জন্য ভাল খাবার রান্না করছেন।

মঙ্গলবার দুপুরে তার বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়ায় গিয়ে দেখা গেলো অন্যরকম মুস্তাফিজকে। অত্যন্ত খোলামেলাভাবে সবার সাথে কথাবার্তা বলছেন। হাসিখুশি আর গল্পগুজবের মধ্যে কাটিয়ে দিচ্ছেন দিন।

পুরনো দিনের বন্ধুবান্ধব, স্কুলের শিক্ষক, প্রতিবেশী, স্বজন এবং বাবা মা ও ভাইদের সাথে কয়েকদিন সময় কাটিয়ে ফিরে যাবেন মুস্তাফিজ। এই সময়টুকু গ্রামের আলো হাওয়ায় নিজেকে ধরে রাখতে চাই বলে জানালেন তার স্বজনদের।
৩০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/কামাল/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে