বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ০৫:১৩:১৫

নিজের দেওয়া শর্ত পূরণ না হলে অবসরে যাবেন না অাফ্রিদি!

নিজের দেওয়া শর্ত পূরণ না হলে অবসরে যাবেন না অাফ্রিদি!

স্পোর্টস ডেস্ক : টি২০ বিশ্বকাপে পাকিস্তানের হতাশাজনক পারফরমেন্সের জন্য বুধবার নিজের ফেসবুকে পোস্ট করা ভিডিওতে দেশটির জনসাধারণের কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক শহিদ আফ্রিদি।

ভিডিওতে আফ্রিদি বলেন, ‌আমি এখন আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছি। আর আপনারা আমার এবং আমার দলের ওপর যে ভরসা রেখেছিলেন, তা পূরণ না করার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি।

তিনি বলেন, আমি যখন এই পোশাক পরি, আমি যখন পিচে যা-ই, আমি তখন আমার দেশবাসীর অনুভূতি সাথে নিয়ে যাই। এটা মাত্র ১১ জনের একটা দল নয়, এটা প্রতিটি পাকিস্তানিকে নিয়ে গড়া একটা দল।

তিনি আরো বলেন, পাকিস্তান ক্রিকেট নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে আমি আহত হয়েছি। আমি জাতির কাছে ক্ষমা চাইছি। আর আমার বিদায়ে পরিস্থিতি যদি ভালো হয়, তবে আমি আর কোনো দেরি করা ছাড়াই বিদায় নেব।
৩০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/কামাল/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে