বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ০৫:৩০:৪৭

সবার কাছে ক্ষমা চাইলেন আফ্রিদি

সবার কাছে ক্ষমা চাইলেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক হারের জন্য ভিডিও বার্তা দিয়ে সবার কাছে ক্ষমা চাইলেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক শহিদ আফ্রিদি। বুধবার তার নিজের ফেসবুক-টুইটার পেজে একটি ভিডিও বার্তা পোস্ট করে এই ক্ষমা প্রার্থনা করেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের হারের হতাশা নিয়ে গত রোববার দেশে ফিরেছে পাকিস্তান দল। আফ্রিদি অবশ্য দলের সঙ্গে ফেরেননি। তিনি কয়েকদিনের জন্য দুবাইয়ে রয়ে গিয়েছেন।ইতিমধ্যে বিশ্বকাপে আফ্রিদির দলের ব্যর্থতার কারণ জানতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তলব করেছেন তাঁকে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি জানিয়েছে, পিসিবি-তে আফ্রিদিকে উপস্থিত হতে। কারণ, তিনি দলের অধিনায়ক ছিলেন। বিশ্বকাপ ক্রাইসিস নিয়ে তার বক্তব্য শুনতে হবে। বিশ্বকাপের কেন সেমিফাইনালে উঠতে পারেনি। তা জানতে চাইবে পিসিবি।

পিসিবির কাছে তার জবানবন্দি দেয়া আগেই ভিডিও বার্তায় আফ্রিদি বলেছেন, ‘আমি আপনাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ। তাই সবার কাছে ক্ষমা চাইছি।’ আমি জানি, যখন আমি পাকিস্তানের জার্সি গায়ে তুলি জার্সিটা পরে মাঠে যাই। আমি কিন্তু তখন পাকিস্তানের মানুষের আশা-আকাঙ্ক্ষা সঙ্গে নিয়েই মাঠে নামি। পাকিস্তান দলটা কেবল ১১ জন ক্রিকেটারকে নিয়ে নয়। পুরো দেশের মানুষই এই দলটার সঙ্গে থাকেন।’
৩০ মার্চ,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে