বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ০৬:৪৭:১৪

মিটে গেছে মামলা, মাঠে ফিরতে চায় শাহাদাত হোসেন, আপত্তি নেই বিসিবিরও

মিটে গেছে মামলা, মাঠে ফিরতে চায় শাহাদাত হোসেন, আপত্তি নেই বিসিবিরও

স্পোর্টস ডেস্ক : গৃহপরিচারিকা নির্যাতনের মামলা থেকে মুক্তি মিলেছে এক সময়ের প্রতিপক্ষের ব্যাটসম্যানদের মনে ভীতির সঞ্চা করা পেসার শাহাদাত হোসেনের। এবার তাই মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ডানহাতি এই পেসার।

জামিনে মুক্তির পর থেকেই মিরপুরে এসে জিম করতেন তিনি। ওই সময় অনুশীলন করতে দেখা যায়নি তাকে। কিন্তু এবার বল হাতে দেখা মিললো তার।

বুধবার একাডেমি মাঠে গিয়ে দেখা মিললো অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যান পিনাক ঘোষ, পেসার সাজেদুল ইসলাম ও শাহাদাত হোসেনের। নেটে পিনাককে বল করতে শুরু করেন সাজেদুল। কিছুক্ষণ পর যোগ দেন শাহাদাতও। আর দীর্ঘসময় ক্রিকেটের বাইরে থাকা শাহাদতকে ফিরিয়ে আনতে কাজ করছিলেন বিসিবির কোচ সারোয়ার ইমরান। প্রতিটা বল শেষেই শাহাদতকে পরামর্শ দিচ্ছিলেন বিসিবির এই কোচ।

সারোয়ার ইমরান যেহেতু তার সাথে তাই ধরেই নেয়া যায় শাহাদাতকে নিয়ে বাংলাদেশ ক্রিএক্ট বোর্ডের (বিসিবি) আর কোনো আপত্তি নেই। শাহাদাতও তেমনই জানালেন।

শাহাদাত বলেন, বিসিবিতে পাপন ভাইয়ের সাথে আমি কথা বলেছি। পাপন ভাই আমাকে যথেষ্ট সাহায্য করেছে। ক্রিকেট বোর্ড আমাকে যথেষ্ট সাহায্য করেছে। সবচেয়ে বড় কথা বিসিবির সাথে তো আমার কোনোদিন কোনো সমস্যা ছিলো না। আমি তাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার।

তিনি বলেন, দুই সপ্তাহ ধরে বোলিং করছি। সামনের সপ্তাহ থেকে পুরো রানআপে বোলিং শুরু করবো। এখন ১০ স্টেপে বোলিং করছি। প্রিমিয়ার লিগ দিয়ে ফিরতে চাই। আপনারা দোয়া করবেন যেন প্রিমিয়ার লিগটা খেলতে পারি।

কথার এক পর্যায়ে শাহাদাত নিজেই মামলার সুরাহার বিষয়ে বললেন, আমার মামলাটা কিন্তু আর নেই। একেবারে শেষ ওটা। মেয়ের পক্ষ থেকে এবং উকিলরা বলেছে, তো আমি ওই মেয়ের ভবিষ্যতের জন্য কিছু টাকা দিয়ে দিয়েছি। ওদের দিক থেকে কোনো সমস্যা নেই আর। অবশ্য ওদের দিক থেকে কখনোই কোনো সমস্যা ছিলো না।
৩০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/কামাল/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে