স্পোর্টস ডেস্ক : দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে মাঠে নামেন পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানদোভস্কি। ওই সময় পর্যন্ত ভলফসবুর্গের কাছে ১ গোল হজম করে বসে আছে তার দল বায়ার্ন মিউনিখ।
কে জানতো যে, খানিক বাদেই যাদু দেখাবেন তিনি। পোলিশ ফরোয়ার্ডের জাদুতে উড়ে যাবে ভলফসবুর্গ! মাত্র চার মিনিটের মধ্যে হ্যাটট্রিক আর ৯ মিনিটে একাই করলেন পাঁচ গোল। ভলফসবুর্গকে উড়িয়ে দিলেন লেভানদোভস্কি।
তিনজনকে পরাস্ত করে গোল দেন পোলিশ ফরোয়ার্ড রবার্ট।
মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে ২৬ মিনিটে ড্যানিয়েল কালিগিউরির গোলে এগিয়ে যায় ভলফসবুর্গ। এগিয়ে থাকার স্বস্তি নিয়েই দ্বিতীয়ার্ধ শুরু করে অতিথিরা।
থিয়াগো আলকাতারার বদলি হিসেবে মাঠে নামেন লেভানদোভস্কি। এতে পাল্টে যায় খেলার চিত্র, দুমডে-মুচড়ে যায় ভলফসবুর্গের তিন পয়েন্ট নিয়ে ফেরার স্বপ্ন।
মাঠে নামার ছয় মিনিটের মধ্যে ১ম গোলটি করেন লেভানদোভস্কি। ৫১ মিনিটে টমাস মুলারের পাস পেয়ে খুব কাছ থেকে জালে বল পাঠান তিনি। পরের মিনিটে ডি বক্সের বাইরে থেকে ২য় গোলটি করেন তিনি।
হ্যাটট্রিকের জন্য আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাকে। মাত্র ৩ মিনিট ২২ সেকেন্ডের মধ্যে ৩য় গোলটি করেন তিনি। তার প্রথম শট বারে লেগে ফিরে আসে, দ্বিতীয় শট ফিরিয়ে দেন গোলরক্ষক। তবে তৃতীয় শট কোনো বাধা মানেনি; সোজা ঢুকে জালে। বায়ার্নের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে এটাই লেভানদোভস্কির প্রথম হ্যাটট্রিক।
৫৭ মিনিটে ডগলাস কস্তার দারুণ ক্রসে ১২ গজ দূর থেকে জোরালো শটে ৪র্থ গোলটি করেন লেভানদোভস্কি। ৬০ মিনিটে দারুণ এক ভলিতে ৫ম গোলটি পেয়ে যান তিনি। এই গোলে অনেক পুরনো একটি রেকর্ড ভাঙার খুব কাছাকাছি চলে যান লেভানদোভস্কি।
বুন্দেস লিগায় এক ম্যাচে এক খেলোয়াড়ের সবচেয়ে বেশি গোলের রেকর্ড ডিটের মুলারের। কোলনের হয়ে ১৯৭৭ সালে ছয়টি গোল করেন তিনি। অবশ্য প্রাণপণ চেষ্টা করেও এ রেকর্ড ভাঙতে পারেনি লেভানদোভস্কি।
কিন্তু দ্রুততম সময়ে পাঁচ গোলের রেকর্ড ঠিকই গড়েন তিনি। বদলি খেলোয়াড় হিসেবে এক ম্যাচে পাঁচ গোলের রেকর্ড এই প্রথম কোনো খেলোয়াড়ের।
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম