বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৩২:৪৩

আমিরের ভাগ্য খুলে দিচ্ছেন শোয়েব আকতার!

আমিরের ভাগ্য খুলে দিচ্ছেন শোয়েব আকতার!

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির ২০১০ সালে স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের জন্য সব ধরণের ক্রিকেটে নিষিদ্ধ হন। তবে অল্প কিছু দিন হলো আমিরের নিষেধজ্ঞার মেয়াদ ফুরিয়েছে। এখন দলে ফেরার পালা। তবে এরই মধ্যে আমির এবং সেই সময়ে (২০১০) স্পর্ট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া সালমান বাট ও মোহাম্মদ আসিফকে দলে নিতে বেশ কয়েকজন ক্রিকেটারের আপত্তি রয়েছে।

পাকিস্তানের বর্তমান জাতীয় ক্রিকেট দলের বেশ কয়েক জন খেলোয়াড় বলেছেন, আমিরসহ ওই তিন ক্রিকেটারকে যেন কোন ভাবেই জাতীয় দলে খেলানো না হয়। যুক্তি হিসেবে তারা বলছেন, জাতীয় দলটিকে কলঙ্ক মুক্ত রাখতেই তারা পিসিবির প্রতি এমন দাবী করছেন।

তবে এমন বির্তকের মাঝে শোয়েব আকতার আমিরের পাশে দাঁড়িয়েছেন। বাট ও আসিফকে নিয়ে শোয়েবের মাথাব্যথা না থাকলেও আমিরকে তিনি দায়িত্ব নিয়েই গড়ে তুলতে চান নতুন করে।

ক্রিকেট ইতিহাসের দ্রুততম বোলার শোয়েবের ক্যারিয়ারের একেবারে গোঁধূলি-লগ্নেই আবির্ভূত হয়েছিলেন আমির। ২০০৯ সাল থেকে ২০১০ সালের মধ্যে শোয়েব-আমির জুটি পাকিস্তানের বোলিং আক্রমণের দায়িত্বে ছিলেন বেশ কটি ম্যাচে। ২০১১ সালে ক্রিকেটকে বিদায় জানানো শোয়েব আমিরের ব্যাপারে অসম্ভব সমব্যথী। সেই অনুভূতি থেকেই বাঁ হাতি এ পেস-প্রতিভার ফিরে আসার সংগ্রামে পাশে দাঁড়াতে চান তিনি।

আমিরের অতীতের অপরাধ যা-ই থাক, পাকিস্তান ক্রিকেটের জন্য আমিরকে প্রয়োজন, শোয়েবের মত এটাই। তবে আগের অবস্থায় ফিরতে আমিরকে যে দারুণ পরিশ্রম করতে হবে, সেটাও জানাতে ভোলেননি তিনি: ‘নিষেধাজ্ঞার আগে আমির কতটা প্রতিভাদীপ্ত ছিল, সেটা সকলেই জানেন। ক্রিকেটে নতুন করে ফেরার পর একই ধরনের বোলিং করতে তাঁকে যথেষ্ট পরিশ্রম করতে হবে।’

শোয়েব কাতারের দোহাতে অনুষ্ঠেয় পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) একটি দল কিনতে চান। আর সেই দলের অন্যতম খেলোয়াড় হিসেবে নিতে চান আমিরকে। তাঁর ভাষ্য: ‘আমি পিএসএলে একটি দল কিনে সেটাতে আমিরকে খেলাতে চাই। ও আমার দলে খেললে আমি দায়িত্ব নিয়ে ওর পুনর্বাসনের ব্যাপারটি দেখতে পারব।’ সূত্র: এএফপি।
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে