স্পোর্টস ডেস্ক: ভারতে সফররত বাংলাদেশ ‘এ’ দল ভারতীয় ‘এ’ দলের কাছে ওয়ানডে সিরিজ হারার পর এবার কর্ণাটকের বিরুদ্ধে তিন দিনের ম্যাচ খেলছে। প্রথম তিন দিনের ম্যাচের ২য় দিনের শুরুটা খারাপ করলেও শেষ পর্যন্ত বোলারদের নৈপুণ্যে বাংলাদেশের সামনে ১২৯ রানের লিড ছুড়ে দিয়ে ২৮৭ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল কর্ণাটক। জবাবে বাংলাদেশ দিন শেষে আনামুল ও লিটন দাশের ভাল ইনিংসের সুবাদে বাংলাদেশ ৫৯ রানের লিড নিয়েছে, দ্বিতীয় দিন শেষে বাংলদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৮৮ রানে। ব্যাট হাতে অপরাজিত আছেন লিটন দাশ ৩৭ রান এবং সৌম্য সরকার ২৪ রান নিয়ে। এনামুল হক বিজয় ৫টি ছয় এবং ৮টি চারের সাহায্যে ৮৯ রান করে আউট হন।
দ্বিতীয় ইনিংস খেলতে নেমে বাংলাদেশ 'এ' দলের শুরুটা বেশ ভাল হয়েছিল। ওপেনিং জুটি থেকে রনি তালুকদারের ছিটকে যাওয়ার পর ৬৯ রানের জুটি গড়ে দলের হাল ধরেছিলেন অধিনায়ক মমিনুল হক এবং ওপেনার আনামুল হক। কিন্তু ছন্দ পতন ঘটিয়ে টাইগার শিবির, ব্যক্তিগত ২২ রানের মাথায় উদিত প্যাটেলের লেগ বিফোরের শিকার হয়ে ফিরে যান মমিনুল।
অন্যদিকে অর্ধশতক তুলে নেওয়া আনামুল হক ব্যাট হাতে একটু ওয়ানডে মেজাজে এগিয়ে নিয়ে যান বাংলাদেশ 'এ' দলকে। উদিত প্যাটেলের বলে আউট হওয়ার আগে ৫টি ছয় এবং ৮টি চারে সাজানো ৮৭ বলে ৮৯ রানের ইনিংস গড়েন আনামুল, আর যে ঝড়ো ইনিংসের মাধ্যমে বাংলাদেশ খুব তারাতারিই লিডের মুখ দেখে।
প্রথম দিন শেষে বাংলাদেশ 'এ' দল তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করেছিল সবকটি উইকেট হারিয়ে ১৫৮ রান। বাংলাদেশ 'এ' দলের পক্ষে শুভাগত হোম ৫৫ এবং লিটন দাশ করেছিলেন ৫০ রানের ইনিংস। অন্যদিকে ভারতীয় দল কর্ণাটকের পক্ষে বল হাতে প্রাশিধ পাঁচটি, উদিত প্যাটেল দুইটি এবং শরৎ ও সুচিত নিয়েছেন একটি করে উইকেট।
জবাবে বাংলাদেশের স্পিন তোপের মুখে পরেছিল ভারতীয় দল কর্ণাটক এবং শেষ পর্যন্ত ১২৯ রানের লিড ছুড়ে দিয়ে ২৮৭ রানে অলআউট হয়ে যায় দলটি। সাকলাইন সজীব ও শুভাগত হোমের ঘুর্ণি জাদুতে মাত্র ১০০ রানেই ৬ উইকেট হারিয়ে বসেছিল দলটি। পরে অবশ্য কর্ণাটকের ব্যাটসম্যান শিশির এবং সুচিত্র দলের খেলার একটা ভাল পর্যায়ে নিয়ে এসে লিডের মুখ দেখিয়েছেন। বাংলদেশের 'এ' দলের পক্ষে সাকলাইন সজীব ৪ টি এবং শুভাগত হোম ৪টি করে উইকেট নিয়েছেন।
ভারতীয় দল কর্ণাটকের সবচেয়ে সফল ব্যাটসম্যান হিসেবে শিশির ভুবন ৮৮ রান এবং সুচিত্র ৪১ রান তোলেন এবং সাকলাইন ও শুভাগতের ৮ উইকেট ছাড়া টাইগারদের পক্ষে বাকি দুইটি নেন আল-আমিন হোসেন এবং জুবায়ের হোসেন।
সংক্ষিপ্ত স্কোর: দ্বিতীয় দিন শেষে
বাংলাদেশ 'এ' দল:
প্রথম ইনিংস: ১৫৮ (অলআউট)। শুভাগত হোম ৫৫, লিটন দাশ ৫০, সাকলাইন ১৫*। প্রাশিধ ৫/৪৯, উদিত প্যাটেল ২/১১, শরৎ ১/২২ ও সুচিত ১/৩৬।
দ্বিতীয় ইনিংস: ৩/১৮৮। আনামুল হক ৮৯, মমিনুল ২২, লিটন দাশ ৩৭* ও সৌম্য সরকার ২৪*। উদিত প্যাটেল ২/৪৪ ও সুচিত ১/৪০।
ভারতীয় দল কর্ণাটক:
প্রথম ইনিংস: ২৮৭ (অলআউট)। শিশির ভুবন ৮৮ রান, সুচিত্র ৪১, উদিত প্যাটেল ৪০। সাকলাইন সজীব ৪/৮৫, শুভাগত হোম ৪/৪৫, জুবায়ের হোসেন ১/৪৪ ও আল-আমিন হোসেন ১/৪৭।
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ