মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ১০:৩৪:১৩

সাকিবদের করতে হবে ১৩৯ রান

সাকিবদের করতে হবে ১৩৯ রান

স্পোর্টস ডেস্ক: মোহালিতে আইপিএলের আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ১৩৯ রানের লক্ষ্য দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে তারা।

আগের ম্যাচের দুই হাফ সেঞ্চুরিয়ান মুরালি বিজয় ও মানন ভোহরাকে দলীয় ৫০ রানের আগেই সাজঘরে ফেরান কেকেআরের বোলাররা।

মানন ভোহরাকে (৮) সাকিবের হাতে ক্যাচ বানান মরকেল আর মুরালি বিজয়কে (২৬) সরাসরি বোল্ড করেন পীযুষ চাওলা। তবে এক প্রান্ত আটকে রেখে একাই লড়াই চালিয়ে যান শন মার্শ। ৪১ বলে পাঁচটি চার ও একটি ছয়ে করেন অনবদ্য ৫৬ রান করেন তিনি। মূলত তার ব্যাটিংয়েই ১৩০ রানের কোঠা ছাড়ায় পাঞ্জাব।

কলকাতার বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শন মার্শ (৫৬) ও মুরালি বিজয় (২৬) বাদে কেউই দুই অঙ্কের ঘরের কোঠা ছাড়াতে পারেনি।  

কলকতার স্পিন ভরসা সাকিব চার ওভারে ২৮ রান দিয়ে কোন উইকেট পাননি। তবে তার নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশি মারমুখীও হতে পারেনি পাঞ্জাবের ব্যাটসম্যানরা। সাকিব দলের তৃতীয় ওভারে নিজের প্রথম ওভার করতে এসে দেন মাত্র ছয় রান, দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় ওভারে সাকিব দেন নয় রান।

দলের গুরুত্বপূর্ণ ১৪তম ওভারে সাকিব আবারো মিতব্যয়ী বোলিংয়ের পরিচয় দেন। নিজের তৃতীয় ওভারে তিনি মাত্র ছয় রান দিয়ে পাঞ্জাবের ব্যাটসম্যানদের আটকে রাখেন। দলের ১৬তম ও নিজের শেষ ওভারে সাকিবকে খেলতে হিমশিম খায় পাঞ্জাবের দুই ব্যাটসম্যান প্যাটেল ও মার্শ। ওই ওভারে মাত্র সাত রান দেন সাকিব। অন্যদের মধ্যে মরনে মরকেল ও সুনীল নারিন দুটি করে উইকেট নেন।
১৯ এপ্রিল,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে