মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ১০:৩৫:৩৬

আইপিএলে উইকেটের দেখাই পাচ্ছেন না সাকিব!

আইপিএলে উইকেটের দেখাই পাচ্ছেন না সাকিব!

স্পোর্টস ডেস্ক : আইপিএল-এর নবম আসরের প্রথম দুই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের একাদশে ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তৃতীয় ম্যাচ ও আজরে চতুর্থ ম্যাচে ছিলেন তিনি। শেষের দুটি ম্যাচ খেললেও কোনো উইকেট শিকার করতে পারেননি তিনি।

মঙ্গলবার মোহালির পাঞ্জাব ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নেমেছে সাকিবের দল নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করেছে পাঞ্জাব।

এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর। নারাইনদের ঘূর্ণিতে ব্যাটসম্যানরা চাপে ছিল। ওপেনার মুরালি বিজয় ও শন মার্শ ছাড়া বাকিরা কিছু করতে পারেননি। এই দু’জন ও অ্যাবোট ছাড়া কেউই দুই অঙ্কের ঘরের স্কোর করতে পারেননি।

বিজয় ২২ বলে ২৬ রান করে বিদায় নিয়েছেন। ওয়ানডাউনে মাঠে নামা মার্শ ৫৬ রানে অপরাজিত থেকেছেন। ৪১ বলে ৫টি চার ও একটি ছক্কায় এই স্কোর করেন তিনি। শেষের দিকে ব্যাট করতে নেমে ৬ বলে ১২ রান করেছেন অ্যাবোট।

বোলারদের মধ্যে সবচেয়ে বেশি সফল সুনীল নারাইন। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন তিনি। মরকেলও চার ওভারে দুটি উইকেট পেয়েছেন। কিন্তু রান দিয়েছেন ২৭।

শেষ ওভার করতে আসা আন্দ্রে রাসেল এক ওভারেই ১৮ রান দিয়েছেন। ইউসুফ পাঠান এক ওভারে ৬ রান দিয়ে এক উইকেট নিয়েছেন। আর চাওলা তিন ওভারে ১৮ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট।

বাংলাদেশের অল রাউন্ডার সাকিব ৪ ওভারে ২৮ রান দিলেও কোনো উইকেট শিকার করতে পারেননি। এর আগের ম্যাচেও কোনো উইকেটের দেখা পান নি সাকিব।
১৬ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/কামাল/এমেকএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে