মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ১১:০০:২৯

ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে আসছেন হাশিম আমলা ও শোয়েব মালিক

ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে আসছেন হাশিম আমলা ও শোয়েব মালিক

আল-মামুন: স্থানীয় খেলোয়াড়দের নিয়ে অনুশীলনে নেমে পড়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ক্লাবগুলো এখন দলের শক্তি বাড়াতে বিদেশি ক্রিকেটার জোগাড়ে সর্বসাধ্য চেষ্টা চালাচ্ছে। এ জন্য তারা বর্তমানে ব্যস্ততাহীন ক্রিকেটারদের খুঁজছেন। ইতোমধ্যে ব্রাদার্স ইউনিয়ন হাশিম আমলাকে, কলাবাগান ক্রীড়া চক্র হ্যামিল্টন মাসাকাদজা এবং প্রাইম ব্যাংক শোয়েব মালিককে চুক্তিবদ্ধ করেছে বলে জানা গেছে।

আসন্ন লিগটিতে ক্লাবগুলো একাধিক খেলোয়াড়কে দলভুক্ত করলেও খেলাতে পারবেন কেবল একজনকে। সে জন্য ক্লাবগুলো বিদেশি অনেক ক্রিকেটারের সাথেই কথা চালিয়ে যাচ্ছে। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এর কারণে বড় তারকাদের পাওয়া যাচ্ছে না।

ব্রাদার্স ইউনিয়নের হয়ে প্রিমিয়ারে খেলবেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হাশিম আমলা। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাদার্সের কোচ সারোয়ার ইমরান। এছাড়া শ্রীলঙ্কান অলরাউন্ডার সামারা সিলভার সাথে কথা চলছে বলেও জানান তিনি।

কলাবাগান ক্রীড়াচক্র ইতোমধ্যেই জিম্বাবুয়ান ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজাকে নিশ্চিত করেছে। লিগের অবিক্রীত ক্রিকেটারের মধ্য থেকে জুপিটার ঘোষ এবং অফস্পিনার আবিরকে নেয়া হয়েছে বলে জানান ক্লাবটির কোচের দায়িত্বে থাকা জালাল আহমেদ চৌধুরী।

আবাহনী লিমিটেড ইতোমধ্যে শ্রীলঙ্কান ক্রিকেটার চামারা কাপুগেদারে নিশ্চিত করেছে। অপরদিকে আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবীকে খেলানোর কথা জানিয়েছে আবাহনী ও মোহামেডান উভয়েই। তাই মোহাম্মদ নবী শেষ পর্যন্ত কোন্ ক্লাবের হয়ে খেলবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

বিদেশি অনেক ক্রিকেটারের সাথে আলোচনা চালালেও লিজেন্ড অপ রূপগঞ্জ কাউকে চূড়ান্ত করার আগে নাম প্রকাশ করতে চাচ্ছে না বলে জানিয়েছেন ক্লাবটির কোচের দায়িত্বে থাকা খালেদ মাসুদ পাইলট। গাজী গ্রুপ ক্রিকেটার্স পাকিস্তানি সাইদ আনোয়ার জুনিয়রকে দলে নেয়ার চেষ্টা করছে। এছাড়া স্থানীয় ক্রিকেটারদের মধ্য থেকে প্রথম বিভাগে খেলে আসা মেহেদী হাসান, ফারুক এবং বাশারকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেন ক্লাবটির কোচ মোঃ সালাউদ্দিন।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার ওয়াসিম খান জানান, শ্রীলঙ্কান ক্রিকেটার তিলকরত্নে দিলশানও আসতে আগ্রহী, এছাড়া উপল থারাঙ্গার সাথেও আলোচনা চলছে। এখনও চূড়ান্ত কিছু হয়নি। দেশি ক্রিকেটারদের মধ্যে অবিক্রীত থাকা ফয়সাল হোসেন ডিকেন্স এবং নাজিমুদ্দিনকে দলে নেয়ার কথাও জানিয়েছে মতিঝিল পাড়ার ক্লাবটি।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ আনোয়ার হোসেন মনির জানান শ্রীলঙ্কার কয়েকজন ক্রিকেটারের সাথে তাদের আলোচনা চলছে। তবে চূড়ান্ত হওয়ার আগে এখনই নাম প্রকাশ করতে নারাজ তিনি। প্রাইম দোলেশ্বর হয়ে খেলবেন শ্রীলঙ্কান ক্রিকেটার লাহিরু মিলানথা। বিদেশি একজন ক্রিকেটার খেলানোর সুযোগ থাকায় আর কাউকে আনতে চাইছেন না তারা। এছাড়া প্লেয়ার ড্রাফটে অবিক্রীত থাকা রবিউল ইসলাম রবি, রেজাউল করমি রাজিব, সোহাগ রেজা, রিজভি ও সুমন সাহাকে দলে নেয়া হয়েছে বলে জানান দোলেশ্বর কোচ মিজানুর রহমান বাবুল।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে শোয়েব মালিক ছাড়াও খেলতে আসছেন শ্রীলঙ্কান ক্রিকেটার দিলশান মুনাবিরা। ক্লাবটির ম্যানেজার সাইফুল ইসলাম জানান, দিলশান মুনাবিরা প্রথম চারটি ম্যাচ খেলে চলে যাবেন। পরের ম্যাচগুলোর জন্য শোয়েব মালিককে নিয়ে আসা হবে। এছাড়া নিলামে অবিক্রীত থাকা ইমন দাস ও রায়হান উদ্দিনকে দলে নিয়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কোচ ইমদাদুল বাশার রিপন বলেন, আমরা বিদেশি ক্রিকেটার আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনেকের সাথে কথা চলছে। তবে এখনও চূড়ান্ত হয়নি। নিলামে অবিক্রীত থাকা পেস বোলার মাহবুবুল আলম রবিনকে দলে নিয়েছি আমরা। আর্থিক সঙ্কটের কারণে বিদেশি ক্রিকেটার আনতে পারছে না ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। এমনটি জানান ক্লাবের কর্ণধার ইকবাল ইউসুফ চৌধুরী নিকু।-দৈনিক ইত্তেফাক
১৯ এপ্রিল,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে