মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ১১:৪১:০৯

ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনের খেলায় মুখোমুখি হবে যারা

ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনের খেলায় মুখোমুখি হবে যারা

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর বাকি মাত্র দুদিন। তবে এর আগে আজ বেশ কয়েক’টি ক্লাব প্রস্তুতি ম্যাচ খেলেছে। ২২ এপ্রিল শুরু হতে যাওয়া এই আসরে এক দিনের দূরত্বে রেখে প্রথম তিন রাউন্ডের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথম রাউন্ডের উদ্বোধনী দিনে মুখোমুখি ছয়টি ক্লাব। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হবে। বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ ক্রিকেট কোচিং স্কুল এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আবাহনী লিমিটেডকে দেখা যাবে কলাবাগান ক্রীড়া চক্রের বিপরীতে।

প্রিমিয়ার লিগের এবারের আসরে রিসার্ভ ডে রাখা হয়েছে একদিন। বৃষ্টির মৌসুমে টুর্নামেন্ট হওয়ার কারণে মঙ্গলবার সভা শেষে এই সিদ্ধান্ত জানিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।অবশ্য সুপার লিগের ম্যাচগুলো ডে-নাইট হবে কিনা এ প্রসঙ্গে এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সিসিডিএম। খুব শীঘ্রই সিদ্ধান্ত জানানোর কথা তাদের।

প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল নয়টায়। প্রথম রাউন্ড মাঠে গড়াবে ২২ এপ্রিল। একদিনের বিরতি শেষে এই রাউন্ডের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগের দ্বিতীয় রাউন্ড হবে ২৬ ও ২৮ এপ্রিল এবং তৃতীয় রাউন্ড মাঠে গড়াবে ৩০ এপ্রিল ও ২ মে।
১৯ এপ্রিল,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে