মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ১১:৫৫:২৬

মাশরাফির কলাবাগানে খেলবেন মাসাকাদজা ও বিপিএল সেরা জাইদি

মাশরাফির কলাবাগানে খেলবেন মাসাকাদজা ও বিপিএল সেরা জাইদি

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগের প্রতি দলে চারজন করে বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে। খেলাতে পারবে দুইজন। এরই ধারাবাহিকতায় মাশরাফির দল কলাবাগান জিম্বাবুইয়ান ওপেনার হ্যামিল্টন মাসাকাদজাকে দলে নিয়েছে। বিপিএল মাতানো পাকিস্তান ক্রিকেটার আসহার জাইদিকেও দেখা যাবে মাশরাফি বিন মর্তুজার কলাবাগানের হয়ে মাঠ মাতাতে।

বলা হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অপেক্ষাকৃত কম শক্তিশালী দল কলাবাগান ক্রীড়া চক্র। দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও আব্দুর রাজ্জাক ছাড়া নেই কোন সিনিয়র ক্রিকেটার। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) কাঁপানো পাকিস্তানি হার্ডহিটার আসহার জাইদির অন্তর্ভুক্তি দলকে নতুন মাত্র দিচ্ছে।

বিপিএলে মাশরাফির দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সেও ছিলেন জাইদি। এবার লিজেন্ডস অব রূপগঞ্জে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত কলাবাগানেই খেলছেন এই অলরাউন্ডার। পাকিস্তানের ক্রিকেটারদের অনেককেই পেতে আগ্রহী দলগুলো। কিন্তু ২৯ এপ্রিল  পর্যন্ত পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট পাকিস্তান কাপের আসর বসছে। যে কারণে  শুরুর দিকে পাকিস্তানি ক্রিকেটার ছাড়াই নামতে হবে ক্লাবগুলোকে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে বিপিএলের ১১ ম্যাচ ৮ ইনিংস ব্যাট করে ২১৫ রান নিয়ে সেরা সাত ব্যাটসম্যানদের একজন তিনি। আর বল হাতে ১৭ উইকেট তুলে নিয়ে সেরা পাঁচ বোলারের একজন ছিলেন জাইদি।
১৬ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/কামাল/এমেকএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে