বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ১২:০৩:১৫

এবার নতুন মিশনে যাচ্ছেন মাবিয়া আক্তার সীমান্ত

এবার নতুন মিশনে যাচ্ছেন মাবিয়া আক্তার সীমান্ত

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ান গেমসের রেশ কাটিয়ে এবারে নতুন মিশন স্বর্ণকন্যা মাবিয়া আক্তার সীমান্তর। অলিম্পিকের বাছাইপর্ব মূলক প্রতিযোগিতা এশিয়ান চ্যাম্পিয়নশিপে লড়বেন এই ভারত্তোলক। প্রস্তুতি বেশ ভালো হলেও প্রতিপক্ষের শক্তিমত্তা বিচার করলে খানিকটা পিছিয়ে আছেন বলেই মনে করেন এই তরুণী।

তবে জোড়া স্বর্ণজয়ী মাহফুজা শিলা সুইমিং ফেডারেশন থেকে উপেক্ষিতই থেকে গেছেন। জানিয়েছেন অলিম্পিক অ্যাসোসিয়েশন বা ফিনার সাথে কোনো ধরণের যোগাযোগ করেনি সুইমিং ফেডারেশন।

মাবিয়া আক্তার সীমান্ত। দেশের রুগ্ন অ্যাথলেটিক্সের গণ্ডিতে যেন এক ঝলক মুক্ত হাওয়া বয়ে এনেছিলেন এই স্বর্ণকণ্যা। প্রাণ এনেছিলেন বাংলাদেশের এস.এ গেমস মিশনে।

মাবিয়ার স্বপ্নের পালে হাওয়া দিতে এবারে এলো নতুন মিশন। উজবেকিস্তানে এশিয়ান অ্যাথলেটিএক্সে অংশ নিবেন তিনি। যেখানে এশিয়ার সেরা প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে লড়বেন এসএগেমসের এই স্বর্ণজয়ী। স্বপ্নটা বড় হলেও বাস্তবতা জানেন বলেই প্রস্তুতির দিকে বেশি মনোযোগী মাবিয়া।

অলিম্পিকের পদক তালিকায় চোখ বুলালেই বোঝা যায় চীনাদের দাপট কতটা। তাই মাবিয়াকে তাদের সাথে লড়েই উঠতে হবে স্বপ্নমঞ্চে।

অন্যদিকে এস এ গেমস সাঁতারে দেশের হয়ে জোড়া স্বর্ণ জিতেও ফেডারেশনের কাছে উপেক্ষিত মাহফুজা শিলা। রিও অলিম্পিকের প্রকা বাছাইয়ে শিলার অংশগ্রহণের বিষয়ে সাঁতারের আন্তর্জাতিক সংস্থা ফিনার সাথে ফেডারেশন কোনো যোগাযোগ করেনি বলে অভিযোগ করেন তিনি। দেশের হয়ে স্বর্ণ জিতেও উপেক্ষিত হয়ে আক্ষেপ ভরা কণ্ঠই তো স্বাভাবিক।
১৯ এপ্রিল,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে