বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ১২:২৪:০৮

সাকিবের নিয়ন্ত্রিত বোলিং, পাঞ্জাবকে হারালো কলকাতা

সাকিবের নিয়ন্ত্রিত বোলিং, পাঞ্জাবকে হারালো কলকাতা

স্পোর্টস ডেস্ক : ৬ উইকেটে প্রীতির পাঞ্জাবকে হারিয়ে তৃতীয় জয় তুলে নিলো শাহরুখের কেকেআর। কেকেআরের সামনে ১৩৯ রানের টার্গেট রেখেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। ১৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় ম্যাচেও একটিও উইকেট পাননি সাকিব আল হাসান। তবে আগের ম্যাচের মতো এদিনও করেছেন নিয়ন্ত্রিত বোলিং। সুবিধা করতে পারেননি বিপক্ষ্যের ব্যাটসম্যানরা।

টস জিতে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠিয়েছিলেন গৌতম গাম্ভীর। প্রথমে ব্যাট করে শন মার্শের হাফ সেঞ্চুরি ও কেকেআর বোলার আ্ন্দ্রে রাসেলের শেষ ওভারের সৌজন্যে ১৩৮ রানে পৌঁছে গেল পাঞ্জাব। মার্শ করলেন ৪১ বলে ৫৬ রান। থাকলেন অপরাজিত। এছাড়া আর দু’অঙ্কের রানে পৌঁছতে সক্ষম হলেন মুরলী বিজয়, রান ২৬।

ন’নম্বরে ব্যাট করতে নেমে ১২ রান করে অপরাজিত থাকলেন অ্যাবট। বাকিদের রান মোটামুটি এরকম, ৮, ৮,৬, ৪, ৯, ১, ১। কলকাতা নাইট রাইডার্সের হয়ে জোড়া উইকেট নিলেন মর্নি মর্কেল ও সুনীল নারিন। একটি করে উইকেট উমেশ যাদব, পীযুষ চাওলা ও ইউসুফ পঠান।

জবাবে ব্যাট করতে এসে উথাপ্পার দুরন্ত ব্যাটিংয়েই জয়ের ভীত তৈরি হয়ে যায়। উল্টোদিকে ইনিংস ধরে রেখেছিলেন অধিনায়ক গাম্ভীর। বাকি কাজটি করে গেলেন মনীশ পাণ্ডে, সাকিব আল হাসান, সূর্যকুমার যাবদ ও ইউসুফ পাঠান। জয়ের রানটি বাউন্ডারি হাঁকিয়ে তুলে দিলেন সূর্যকুমার। ৪ উইকেট হারিয়ে ১৭.১ ওভারে ১৪১ রান করে জয়ে লক্ষ্যে পৌঁছায় কলকাতা। কেকেআরের পরের ম্যাচ আগামী রোববার, রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে পুনেতে।
২০ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে