বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০১:৩২:২৫

গেইল নয় ডি’ভিলিয়ার্স আতঙ্কে মুম্বাই ইন্ডিয়ান্স

গেইল নয় ডি’ভিলিয়ার্স আতঙ্কে মুম্বাই ইন্ডিয়ান্স

স্পোর্টস ডেস্ক : অনেকটা যেন গতবছরের মতো ছবি। প্রথম ৬ ম্যাচে মাত্র একটিতে জয় এসেছিল। এবছর প্রথম ৪ ম্যাচে জয় এসেছে মাত্র ১টিতে। দ্বিতীয় ম্যাচে নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়ের পর টানা ২ ম্যাচে হার। ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের খোঁজে মুম্বাই ইন্ডিয়ান্স।

বিপক্ষে ক্রিস গেইল না থাকাটা যদি স্বস্তিদায়ক হয় রোহিত শর্মাদের কাছে, অস্বস্তিও রয়েছে। সেটা হল ওয়াংখেড়েতে এবিডি’ভিলিয়ার্সের ফর্ম। ওয়াংখেড়ের বাইশ গজে ব্যাট হাতে নামলেই জ্বলে ওঠেন ডি’ভিলিয়ার্স। তার ওপর এই আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন। গেইলের ব্যর্থতা বুঝতেই দিচ্ছেন না। ফলে তাকে নিয়ে আতঙ্কে রয়েছে মুম্বাই শিবির।

অন্যদিকে, জয়ের খোঁজে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরু। আগের ম্যাচে ম্যাচে ১৯১ রান করেও দিল্লির কাছে হারতে হয়েছিল বিরাট কোহলিদের। সেটা মাথায় রাখছেন কোহলিরা। ওয়াংখেড়ের বাইশ গজ রানে ভরা। তার ওপর ছোট মাঠ। সুতরাং বড় ইনিংসের খেলা হবে। ক্রিস গেইল দেশে ফিরে যাওয়ায় নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে বেঙ্গালুরুকে। যতই তিনি ফর্মে না থাকুন, বাইশ গজে ব্যাট হাতে নামলে বোলাররা কাঁপতে থাকেন।
২০ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে