বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৭:৪১:৩৯

গৌতম গাম্ভীরকে সবচেয়ে বড় পুরস্কার দিলেন গাভাস্কার

গৌতম গাম্ভীরকে সবচেয়ে বড় পুরস্কার দিলেন গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : তার ভারতীয় দলে ফেরার যুদ্ধে গৌতম গাম্ভীর পাশে পাচ্ছেন স্বয়ং সুনীল গাভাস্কারকে। কিংবদন্তি ভারতীয় ওপেনারও বলছেন, আইপিএলে কেকেআর অধিনায়কের যা পারফরম্যান্স, তাতে তিনি ভারতীয় দলে ফিরতেই পারেন। কিংবদন্তির কাছ থেকে এমন মন্তব্য রীতিমত গাম্ভীরের কাছে বড় পুরস্কার। কত চেষ্টাই না করছেন জাতীয় দলে ফিরতে গৌতম গাম্ভীর।

আইপিএলে সর্বোচ্চ স্কোরারের কমলা টুপি যার দখলে সেই গৌতম গাম্ভীরের ভারতীয় দলে ফেরা নিয়ে দেশের ক্রিকেট মহলে জোর আলোচনা চলছে। এ বার সেই আলোচনায় ঢুকে পড়লেন গাভাস্কারও। তার বক্তব্য, ‘কেউ যদি ভারতীয় দলে ফেরার আশা ছেড়েই দেয়, তা হলে আইপিএল বা রঞ্জি ট্রফিতে ভাল খেলে লাভ কী? গম্ভীরকে ভাল পারফর্ম করতে দেখে ভাল লাগল। ভারতীয় দলে ফিরলেও ভাল লাগবে।’

গাম্ভীরের ব্যাটিং দেখে গাভাস্কারের ধারণা, ‘আগে ওর ফুটওয়ার্কে কিছু সমস্যা ছিল। নিশ্চয়ই সেগুলো নিয়ে ও যথেষ্ট পরিশ্রম করেছে।’ যার জায়গায় ভারতীয় দলে গাম্ভীর ফিরতে পারেন বলে বিশেষজ্ঞদের ধারণা, সেই শেখর ধাওয়ানের ফুটওয়ার্ক সমস্যা রয়েছে বলে গাভাস্কারের ধারণা।

এক সর্বভারতীয় টিভি চ্যানেলে তিনি বলেন, ‘ও খুব চাপে রয়েছে। সমস্যাটা হল, যখন ও ব্যর্থ হয়, তখন টানা ৪-৫টা ইনিংস ধরে সেই ব্যর্থতা চলে। আর তখন লোকে ওর আগের ভাল ইনিংসগুলো ভুলে যায়। ভুলে যায় যে, সীমিত ওভারের ক্রিকেটে ওর ব্যাট থেকে ন’টা সেঞ্চুরি আর ১৭টা পঞ্চাশের উপর রান এসেছে। আইপিএলে দেখছি ধাওয়ানের ফুট মুভমেন্ট স্লো হচ্ছে। ওর প্রচুর স্কিপিং করা উচিত। এটা ওকে অবশ্যই সাহায্য করবে।’

সানরাইজার্স হায়দরাবাদের কোচ টম মুডি অবশ্য তাকে সময় দিতে রাজি। তার বক্তব্য, ‘শেখর রানে ফেরার জন্য ছটফট করছে। নেটে কিন্তু ও ভাল শট নিচ্ছে। তেমন ভুলও দেখতে পাচ্ছি না। আমার মনে হয়, ওর সমস্যাটা মাঠে নামার পর মানসিকতায় হচ্ছে। আসলে ওকে একটু সময় দিতে হবে। সময় দিলে যদি আমরা একজন ভাল ওপেনারকে ফর্মে পাই, তা হলে ক্ষতি কী? একটা ভাল ইনিংসই ওকে ফর্মে ফিরিয়ে আনবে।’’

২০ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে