বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৮:৫৩:১৪

মুস্তাফিজের সুবিধার্থে হায়দ্রাবাদের মুসলমান বাংলাভাষী নিয়োগ

মুস্তাফিজের সুবিধার্থে হায়দ্রাবাদের মুসলমান বাংলাভাষী নিয়োগ

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট জয়ের ইন্ডিয়ার জনপ্রিয় আসর আইপিএল মাতাচ্ছেন রঙিন জার্সির বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইপিএলের নবম আসরে খেলার ডাক পেয়েছেন তিনি। সানরাইজার্সের জার্সিতে বল হাতে গোটা ক্রিকেট দুনিয়াকে দেখাচ্ছেন তার স্লোয়ার আর অফ কাটার ভেলকি।

কিন্তু মুস্তাফিজ বিশ্বমানের খেলোয়াড় হলেও ভাষাগত সমস্যা তাকে ভীষণ পীড়া দিচ্ছিল। তবে এবার সেটি অবসান ঘটাল হায়দ্রাবাদ কতৃপক্ষ। এমনটাই জানালেন বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘ওর (মুস্তাফিজ) জন্য একজন বাংলাভাষী নিয়োগ দিয়েছে ক্লাবটি।’

তিনি এও জানান, ‘মুস্তাফিজের নতুন বন্ধু নিউজিল্যান্ডর হয়ে ২০১৫ বিশ্বকাপ মাতানো বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট।’

মুস্তাফিজের বর্তমান অবস্থা জানাতে সুজন বলেন, ‘আসলে যেকোনো পরিস্থিতির সঙ্গে মুস্তাফিজ নিজেকে খুব দ্রুত মানিয়ে নিতে পারে। দুইবার ফোনে কথা হয়েছে। খেলা কিংবা অনুশীলন না থাকলে নিজের রুমে ভাইবার, হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত থাকে। ক্রিকেট আর নিজের প্রস্তুতি ছাড়া বাইরের আর কোনো বিষয় নিয়ে ওর আগ্রহ নেই ।’
২০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে