স্পোর্টস ডেস্ক: নারী ক্রিকেটারদের পাকিস্তান সফরের বিষয়ে মঙ্গবালবার বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। তবে সেই অনুমোদনে সালমা খাতুনেরা পাকিস্তান যেতে পারবে না। সালমাদের পাকিস্তান যেতে হলে আরো একটি বাধা অতিক্রম করতে হবে। সেটা হলো বিসিবির অনুমতি। বিসিবি যদি অনুমতি না দেয়, তাহলে বাংলাদেশ প্রমিলা ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়া হবে না।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা আসেনি। তবে এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বুধবার সন্ধ্যায় দেশে ফিরেছেন বিসিবি সভাপতি। শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অপেক্ষামান সাংবাদিকদেরকে নাজমুল হাসান পাপন জানান, বৃহস্পতিবার গুলশানে তার নিজ বাসভবনে পাকিস্তান সফর নিয়ে বিস্তারিত জানাবেন তিনি।
নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে এখনো চূড়ান্ত না হলেও ভেতরে-ভেতরে এই সফরের জন্য প্রস্তুত হচ্ছেন সালমা-জাহানারা। ঈদের পরই দুটি ওয়ানডে ও দুটি টি২০ ম্যাচ খেলতে প্রায় ১০ দিনের সফরে পাকিস্তান যেতে পারে সালমা বাহিনী। এ জন্য নারী দলকে প্রস্তুত থাকতেও বলা হয়েছে বলে বিসিবির সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ