বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:০২:৪১

তামিম-সাকিবদের ভয় পেয়ে যা বললেন অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার

তামিম-সাকিবদের ভয় পেয়ে যা বললেন অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ পরবর্তী কোন সিরিজে এখন পর্যন্ত সিরিজ হারেনি বাংলাদেশ দল। বিশ্বের বাঘা বাঘা দলকে হারিয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে বাংলার দামাল ছেলেরা। বিশ্ববাসীর কাছ থেকে পেয়েছে ‘রিয়াল টাইগারের’ খেতাব। তাই তো ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফরের আসার আগে প্রথমে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ বলেছেন, বাংলাদেশের সাথে সিরিজটা মোটেই সহজ হবে না। এবার স্মিথের সাথে কণ্ঠ মিলিয়েছেন ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতে সহ অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া ওপেনার অ্যাডাম ভোজেস।

তামিম-সাকিবদের ‘টাইগার’ অ্যাখ্যা দিয়ে ইএসপিএন ক্রিকইনফোকে এই ব্যাপারে তিনি বলেন, ‘আমরা গত কিছুদিনে তাদের ফলাফলগুলো দেখেছি এবং সত্যিই তারা উন্নতি করেছে। যে কাউকেই তাদের মাটিতে হারানোটা কঠিন। তাই আমরা তাদের কোনোভাবেই খাটো করে দেখছি।’

বিশেষ করে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে বাংলাদেশের পারফরম্যান্সটাই অস্ট্রেলিয়ানদের জন্য ভয়ের কারণ – জানালেন ভোজেস। বললেন, ‘তারা দক্ষিণ আাফ্রিকার মতো দলের বিপক্ষে যে ভাবে খেলেছে, তাতে আমার কাছে তামিম-সাকিবদের রিয়েল টাইগারই মনে হয়েছে।’
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে