স্পোর্টস ডেস্ক: মৃত্যুর মিছিল থেকে ক্রীড়াঙ্গন কোন অবস্থাতেই যেন বের হতে পারছে না। অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ফিল হিউজ থেকে শুরু হওয়া সাম্প্রতিক সময়ে ভারতের এক তরুণ, পাকিস্তানের এক ক্রিকেটার ও কদিন আগে বিশ্ব ক্রিকেটের এক কিংবদন্তীর মৃত্যুর খবর হয়তো সবাই জানেন। কিন্তু এবার কোন ক্রিকেটার বা ফুটবলার মারা যান নি, এবার মৃত্যুর কাছে হার মেনেছেন বেসবলের কিংবদন্তী খেলোয়াড় ইয়োগি বেরাই।
বেসবলটা ছেড়ে দেয়ার পরও আমেরিকার মানুষ তাকে মনে রেখেছিল; আর এই মনে রাখার কারণ হল তার হেঁয়ালী আচরণ। তার রসাত্মক নানা উক্তিতে হাসির রোল উঠতো; আর মঙ্গলবার রাতে সেই ইয়োগি বেরাই গোটা আমেরিকাকে কান্নায় ভাসিয়ে চলে গেলেন জীবন নদীর ওপারে।
বেঁচে থাকতে বলেছিলেন, ‘কোন কিছু শেষ হওয়ার আগ পর্যন্ত কখনওই শেষ না।’ এবার সেই শেষটাও দেখে ফেললেন। তাও আবার নিজের ‘শুরু’র দিনে। ৯০ বছর বয়সে চলে গেলেন সেই দিনটাতেই যেদিন ঠিক ৬৯ বছর আগে তার অভিষেক হয়েছিল মেজর লিগ বেসবলে।
ক্যারিয়ারের ১৯ বছরের বেশিরভাগ সময়ই তিনি কাটিয়েছেন নিউ ইয়র্ক ইয়াঙ্কিতে। তিন বছর তিনি ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ নির্বাচিত হন। এর বাদে তিনি ১৩ বার জিতেছেন ওয়ার্ল্ড সিরিজের শিরোপা।
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ