স্পোর্টস ডেস্ক: ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী ১১ বছরের গৃহকর্মী শিশু হ্যাপীকে নির্যাতনের ১৭দিন পার হলেও এখনো পুলিশ তাদের আটক করতে পারেনি। তবে তাদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মামলা তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম।
গত ৬ সেপ্টেম্বর শাহাদাত হোসেনের ওই গৃহকর্মীকে আহত অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করা হয়। এরপর থেকে শাহাদাত ও তার স্ত্রীকে খুঁজে পাচ্ছে না পুলিশ। মামলার দায়িত্ত্বে থাকা তদন্ত কর্মকর্তা বিবিসিকে বলেন, আমরা শাহাদাতকে গ্রেফতার করার ব্যাপারে যথেষ্ট সিরিয়াস। শাহাদাতের বাবার বাড়ি ও শ্বশুর বাড়িতে আমরা অভিযান চালিয়েছি। তিনি জাতীয় দলের ক্রিকেটার তাতে কিছু যায় আসে না। তিনি আইনের চোখে অভিযুক্ত। আমরা তাদের খুঁজে বের করে আইনের মুখোমুখি করবো। ১৭ দিন ধরে শাহাদাত হোসেনকে খুঁজে না পাওয়ায় পুলিশ অনেক সমালোচনা শুনেছে।
শাহাদাত ঠিক কোথায় আছে কিংবা কোন এলাকায় পলাতক রয়েছে এমন কোন ধারণার কথা জানাতে পারেন নি তিনি।
সূত্র: বিবিসি
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ