স্পোর্টস ডেস্ক: বরাবরই পাকিস্তান ক্রিকেট দলের বিশ্বসেরা পেসারদের আধিপত্য দেখা গেছে। ওয়াশিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আকতার, মোহাম্মদ সামি কিংবা আরো একটু আগে ফিরলে আজাহার মাহমুদ কিংবা ইমরান খান সব তারকা বোলারই ছিল পেসার। স্পিন আক্রমনে দলটি কিছুটা দূর্বল থাকলেও সাকলাইনে মোস্তকা, পরবর্তিকে ড্যানিস ক্যানেরিয়া দলের হাল ধরেছিল। তবে ক্যানেরিয়ার পরে দলটি বেশ কয়েক বছর তারকা স্পিনার খুঁজে পাচ্ছিল না। অবশেষ সৈয়দ আজমলের মাধ্যেমে সেই দিকটা ভালোই পুষিয়ে নিচ্ছিল দলটি। মাত্র কয়েক বছরে আজমল রীতিমতো হয়ে উঠেছিল বিশ্বতারকা। সেই আজমলকেই এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্রিকেট থেকে সরে দাঁড়াতে বললো। কিন্তু কেন?
মূলত, গত এপ্রিল মাসে ভারতীয় এক পত্রিকায় একটি কার্টুন প্রকাশিত হয়েছিল। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সাঈদ আজমলের দুর্দশা নিয়ে আঁকা হয়েছিল সেই কার্টুন। অ্যাকশন পরিবর্তনের আগে আজমলের দুসরা ছিল ব্যাটসম্যানদের আতঙ্কের নাম। আর অ্যাকশন পরিবর্তনের পর সেই আজমলই হয়ে গেলেন ‘দুসরা’ বা ভিন্ন এক আজমল। যার বোলিংয়ে আগের সেই ধার আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডও সম্ভবত ওই ধারায় চিন্তা ভাবনা করছে এখন। কারণ, আজমলকে অবসরের চিন্তাভাবনা শুরুর পরামর্শ দিয়েছে পিসিবি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এপিপিকে জানান, ‘জিম্বাবুয়ে এবং ইংল্যান্ডের বিপক্ষে তাঁকে পারফরম্যান্সের জন্যই ডাকা হয়নি। সে লাইন-লেংথ মেনে বল করতে পারছে না। আর তাই সে বেশ কয়েকটি খেলাতেই উইকেট শূন্য ছিল।’
আজমল নিজেও ভবিষ্যৎ মেনে নিয়েছেন। নিজের টুইটারে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রত্যয় জানিয়েছেন। তবে ভেতরের খবর হলো একটি ‘বিদায়ী সিরিজ’ খেলেই ক্রিকেট মাঠ ছাড়তে চাচ্ছেন এই অফ স্পিনার। আর এ জন্যই এত তোড়জোড়। কিন্তু পিসিবির হাবভাবে মনে হচ্ছে ইচ্ছেটা অপূর্ণই থাকছে আজমলের। সূত্র: এপিপি
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ