স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর তার গদিতে কে বসছেন এনিয়ে গোটা ভারতজুড়ে আলোচনা সমালোচনা চলছেই।তবে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদে সৌরভ গাঙ্গুলি অনেকটা এগিয়ে। আবার অনেকে বলছে সৌরভ বিসিসিআইয়ের নয় বরং পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএবি) প্রেসিডেন্ট হচ্ছেন। কোলকাতার দৈনিক আনন্দবাজার বলছে, সৌরভের প্রেসিডেন্ট হওয়া প্রায় নিশ্চিত। আর এই পরিস্থিতিতে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছে গাঙ্গুলি। তবে মুখ্যমন্ত্রীর সাথে কেন দেখা করেছেন এ বিষয়ে গাঙ্গুলি এবং মমতা কেউই কোন জবাব দেননি। যদিও ক্রিকেট মহলের একাংশ নিশ্চিত, মমতার পূর্ণ সমর্থন পেয়েই সৌরভ প্রেসিডেন্ট হতে চলেছেন। আর সেই কারণেই তাঁর এ দিনের নবান্ন সফর।
ডালমিয়া-পুত্র অভিষেকও প্রেসিডেন্ট পদের দৌড়ে ছিলেন। কিন্তু, সিএবি-র অধিকাংশ কর্মকর্তাই সৌরভের পক্ষে তাঁদের মত জানিয়েছেন। এমনকী, সৌরভ নিজেও প্রেসিডেন্টের দায়িত্ব নিতে রাজি হয়েছেন বলে সিএবি সূত্রে জানা গিয়েছে। কাজেই অভিষেক নন, সৌরভই এ ক্ষেত্রে ডালমিয়ার উত্তরসূরি। তবে, সৌরভের সঙ্গে অভিষেকের সম্পর্ক খুবই ভাল। বঙ্গ ক্রিকেটে ডালমিয়ার এত দিনের ভূমিকা, সৌরভের সঙ্গে অভিষেকের ভাল সম্পর্ক— সব দিক মাথায় রেখে অভিষেককেও গুরুত্বপূর্ণ কোনও পদে নিয়ে আসা হতে পারে মনে করা হচ্ছে।
বাম আমলে পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের সঙ্গে ভাল সম্পর্ক ছিল সৌরভের। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর এ সব মিলিয়েই সৌরভের সঙ্গে তৃণমূলের সম্পর্ক খুব একটা মধুর ছিল না কখনই। কিন্তু, ২০১১-য় রাজ্যে পালাবদলের পরে মমতার হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা বদলায়। যত দিন গিয়েছে, সম্পর্কের বাঁধন ততই পাকা হয়েছে। ক্রিকেট মহলের একাংশের দাবি, এখন বেশ ভাল সম্পর্ক দু’পক্ষের। তবে বলা যায় না, কিছু বাধা পেরুলে সৌরভ গাঙ্গুলিই হয়তো ভারতীয় ক্রিকেট বোর্ডেরই সভাপতি হয়ে যাবেন।
সূত্র: আনন্দবাজার
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ