স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে পুরনো শক্তি ফিরে পেতে পাকিস্তান ক্রিকেট বোর্ড মরিয়া। যেভাবেই হোক তারা নিজেদের ক্রিকেট দলকে আবার পূর্বের অবস্থানে ফিরে নিয়ে যেতে চায়। তাই বেশ কিছু জায়গায় পরিবর্তন আনতে যাচ্ছে তারা। তারিই অংশ হিসেবে এবার দলের ম্যানেজারের দায়িত্ব দেয়া হয়েছে ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের কোচ ও ম্যানেজার ইন্তিখাব আলমকে।
এইবার নিয়ে চারবার তিনি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার পদে নিযুক্ত হলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র সোমবার এই ঘোষণা দিয়েছে।
ঘরোয়া ও আন্তর্জাতিক দুই ক্ষেত্রে ক্রিকেট পরিচালকের পদটি খুব শীঘ্রই বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল পিসিবি। ইন্তিখাব (৭৮) ঘরোয়া ক্রিকেটে এই দায়িত্বে নিয়োজিত ছিলেন। ২০০৮ সালে জাতীয় দলের কোচ হিসেবে প্রথম ইন্তিখাব আলম কাজ করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ২০১০ সালে অস্ট্রেলিয়া সফরে দলের বাজে পারফরমেন্সে তার স্থানে সাবেক তারকা পেসার ওয়াকার ইউনিসকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
এই নিয়ে চতুর্থবারের মত পাকিস্তান দলে ব্যবস্থাপনার সাথে জড়িত হয়েছেন ইন্তিখাব। এর আগে ১৯৯২ সালে বিশ্বকাপ জয়ী দলে ম্যানেজার-কোচ, ২০০০ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য কোচ এবং ২০০৮ সালে আবারো এই পদে ফিরেছিলেন সাবেক এই টেস্ট অধিনায়ক। বর্তমান ম্যানেজার নাভিদ আকরাম চিমা সরকারের ফেডারেল পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ হওয়ায় ইন্তিখাবকে ফের দায়িত্ব দেওয়া হয়েছে।
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ