স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে সহঅধিনায়কের মর্যাদাটা অ্যাডাম ভোজেসের। আর সফর শুরুর আগে বাংলাদেশ দল নিয়ে তার ভাবনাটাও পরিষ্কার। অজি নির্বাচকদের আস্থা কুড়িয়ে দলে ডাক পাওয়া টপঅর্ডার এ ব্যাটসম্যানের ভাবনা জুড়েই এখন শুধু বাংলাদেশই।
অ্যাডাম ভোজেস বলেন, ‘আমার মনে হয় না বাংলাদেশ দলকে কেউই হালকাভাবে (আন্ডারএস্টিমেট) নেয়। সাম্প্রতিক ক্রিকেটে তাদের সাফল্যটা সবারই চোখে পড়েছে। আর তাদের ক্রম উন্নতিটাও চোখে পড়ছে আমাদের। বাংলাদেশের মাটিতে তাদের হারানো যে কোন দলের জন্যই কঠিন।
৩৫ বছরের এই টপঅর্ডার ব্যাটসম্যান বলেন, তাদের মোটেই অবমূল্যায়ন (আন্ডারএস্টিমেটিং) করছি না আমরা। দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষেও তারা চমৎকার ক্রিকেট খেলেছে। আমরা জানি, এটা আমাদের জন্য অনেক কঠিন এক সিরিজ হবে।’
গত তিন মাসে অস্ট্রেলিয়ার শেষ দুই টেস্ট সিরিজে ৭ ম্যাচ খেলে নিয়েছেন অ্যাডাম ভোজেস। সিরিজের শেষ দুই টেস্টে অর্ধশতক হাঁকিয়ে অজি দলে নিজের স্থান ধরে রাখেন অ্যাডাম ভোজেস। ডেভিড ওয়ার্নারের ইনজুরিতে ভোজেস পেয়ে যান বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলের সহঅধিনায়কের মর্যাদাও।
২২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি