বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:১৩:৫৫

ভারতের কাছে ভিক্ষে করবো না: পিসিবি

ভারতের কাছে ভিক্ষে করবো না: পিসিবি

স্পোর্টস ডেস্ক : ভারত–পাক দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে বিসিসিআই ঠিক কোন পথে হাঁটবে, তা এখনও স্পষ্ট নয়৷ তাতেই কিছুটা বিরক্ত শাহরিয়ার৷পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বলছেন, ‘আমি ভারতকে কোনও নির্দিষ্ট সময় বেঁধে দিতে চাই না৷ কিন্তু ওদের এটা নিয়ে ভাবা উচিত৷ পরের মাসে আই সি সি–র একটা বৈঠক আছে৷ সেখানে ভারতের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করব৷ তবে ওদের কাছে ভিক্ষে করব না৷’

ধোনি, কোহলিদের একান্তই না পাওয়া গেলে সেই সময় অন্য কোনও দেশের বিরুদ্ধে সিরিজ আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)৷ শাহরিয়ার খানের সাফ কথা, ‘বি সি সি আই ওদের অবস্থান পরিষ্কার করে জানাক৷ যাতে আমরাও বিকল্প কিছু ভাবতে পারি৷

হয়ত কোনও সিরিজই ইন্দো–পাক লড়াইয়ের মতো জনপ্রিয় হবে না৷ কিন্তু আমরা একটা সিদ্ধান্তে আসতে পারব৷’ এই সিরিজ প্রসঙ্গে শোয়েব আখতারের মত, ‘শুধু পাকিস্তান ভারতে গিয়ে খেললেই হবে না, ভারতকেও পাকিস্তানে এসে খেলতে হবে। তা হলেই দুটি বোর্ড অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি তৃণমূল স্তরে ক্রিকেটের উন্নতি সম্ভব। এতে দুই দেশের বোর্ডই লাভবান হবে।’

ওদিকে পাকিস্তান ক্রিকেটে একঘরে হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সালমান বাট। স্পট ফিক্সিং কাণ্ডে বাট, আসিফ ও আমিরের নির্বাসন উঠে গেলেও দেশে বেশ অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছেন এই ত্রয়ী। বাট বলেছেন, ‘আমরা ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেদের বদলে ফেলেছি। মাঠে নামার সুযোগ না দিলে সেটা প্রমাণ‍ করব কীভাবে?’

এ প্রসঙ্গে রামিজ রাজার প্রতিক্রিয়া, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি ওদের পাকিস্তান লিগে সুযোগ দেওয়া উচিত নয়। এতে দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে।’ ওদিকে বেফাঁস মন্তব্যের জেরে শাস্তির মুখে পড়তে পারেন ইউনিস খান। এমনই ইঙ্গিত পি সি বি প্রধানের। বলেন, ‘পি এল এলে আমন্ত্রণ জানানো হয়নি বলে ইউনিসের দাবি ঠিক নয়। কেন এমন মন্তব্য করেছে বিষয়টি নিয়ে আমরা ওর সঙ্গে আলোচনায় বসব। প্রয়োজনে নিয়ম মেনে সিদ্ধান্ত নেওয়া হবে।’

২২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে