বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:১৯:৩১

ফিফার নিয়ম বদল চান জিকো

ফিফার নিয়ম বদল চান জিকো

স্পোর্টস ডেস্ক : ফেব্রুয়ারিতে শেপ ব্লাটার সরে যাওয়ার পর ফিফার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন জিকো। কিন্তু নির্বাচনী নিয়মের গেরোয় বেকায়দায় এই ব্রাজিলীয় কিংবদন্তি। নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে গেলে অন্ততপক্ষে পাঁচটি ফেডারেশনের সমর্থন দরকার। সেই নিয়ম বদলের আর্জি নিয়ে এবার খোদ ব্লাটারের সঙ্গে আলোচনায় বসলেন জিকো।

তার দাবি, কনফেডারেশনগুলির চাপে ফেডারেশন তাদের পছন্দের প্রার্থীকে সমর্থন করতে পারছে না। ব্লাটারও তার এই যুক্তির সঙ্গে একমত। তিনিও এই নিয়ম বদলের পক্ষপাতী। ব্লাটারের সঙ্গে বৈঠক শেষে এ প্রসঙ্গে জিকো বলেন, ‘এখনকার নিয়মে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়াটা যে কারোর পক্ষে খুব সমস্যার। প্রেসিডেন্ট ব্লাটারও আমার সঙ্গে একমত। আশাকরি ভবিষ্যতে এটা বদলাবে। সেটা করতে পারলে এই সিদ্ধান্ত এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নেবে।’

যদিও এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলে ফিফা জানিয়েছে, ‘প্রেসিডেন্ট নির্বাচনের নিয়ম সংক্রান্ত কোনও আলোচনা হয়নি।’ ওদিকে ব্লাটারের ফেলে যাওয়া সিংহাসনে বসার দৌড়ে রয়েছেন উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিও। তিনি অবশ্য নিয়ম বদলের কোনও প্রয়োজন রয়েছে বলে মনে করছেন না। জিকোকে উদ্দেশ্য করে প্লাতিনির খোঁচা, ‘উনি পঁাচটা চিঠি জোগাড় করতে না পারায় আমি দুঃখিত। মনে করি নির্বাচন পদ্ধতিটা অন্তত স্বচ্ছ থাকা উচিত।’

ফিফাকে দুর্নীতিমুক্ত করার জন্য ব্লাটারকে সত্য উদঘাটনের পরামর্শ দিয়েছেন পেলে। ব্রাজিলীয় কিংবদন্তির কথায়, ‘ঠিক কী হয়েছে আমি সেটা জানি না। সবটাই শুেনছি। কিন্তু গত দু’বছরে কী হয়েছে সেটা সামনে আনতে হলে ব্লাটারকে সত্যি কথা বলতে হবে।’ ওদিকে রোমারিও বলেছেন, ‘ফিফার দুর্নীতির শিকড় অনেক গভীরে। কয়েকজন গ্রেপ্তার হয়েছে, কয়েকজন বাইরে। ব্লাটারের গ্রেপ্তারের জন্য আমি প্রতিদিন প্রার্থনা করি।’

২২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে