স্পোর্টস ডেস্ক: মুস্তাফিজ-ভুবনেশ্বরদের বোলিংয়ের কাছে হারের পরের দিনই নেদারল্যান্ডের পথে পা বাড়িয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক সুরেশ রায়না।
গতকাল (রবিবার) কলকাতার ঐতিহ্যবাহী ইডেনে হারের পর ম্যাচ শেষে রায়না জানিয়েছিলেন, ‘তাঁর স্ত্রী মা হতে চলেছেন। আর তিনি অন্ত:সত্ত্বা স্ত্রী-র পাশে থাকতে নেদারল্যান্ডস উড়ে যাচ্ছেন আগামিকাল (সোমবার)।’
তবে কবে নাগাদ দেশে ফিরবেন সেটা অবশ্য জানাননি রায়না। একটানা সবচেয়ে বেশি আইপিএলের ম্যাচ খেলার রেকর্ড গড়া রায়না হয়তো আগামী কয়টা ম্যাচ মাঠে নামতে পারবে না।
গতকাল মার্দাস ডে উপলক্ষ্যে ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে ছবি পোস্ট করেন রায়না। তার আগে গত ১৮এপ্রিল স্ত্রী প্রিয়াঙ্কার একটি ছবি পোস্ট করেন। যাতে দেখা যায় রায়নার স্ত্রী এক পুতুলের ডাইপার চেঞ্জ করছেন।
গত বছর গাজিয়াবাদে স্কুলশিক্ষকের মেয়ে প্রিয়াঙ্কা চৌধুরীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন রায়না।
৯ মে,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর