বুধবার, ১১ মে, ২০১৬, ০৩:৫৪:৩১

যেসব ক্রিকেটারদের জীবনসঙ্গিনী ক্রিকেটার

যেসব ক্রিকেটারদের জীবনসঙ্গিনী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক:কিছুদিন আগে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিশেল স্টার্ক বিয়ে করেন দীর্ঘ দিনের প্রেমিকা অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের উইকেটরক্ষক অ্যালিসা হিলে। আর তাতেই একটা প্রশ্ন মাথার মধ্যে উঁকি মারে, তারাই কি প্রথম ক্রিকেটার দম্পতি? উত্তর, না। তাদের আগেও বেশ কয়েকটা দম্পতি ছিল যারা উভয়ই ক্রিকেটার ছিলেন। নিজ দেশের হয়ে খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট।

স্টার্ক অস্ট্রেলিয়ার পুরুষ দলের হয়ে পেস বোলিং করছেন।নিজেদের মাটিতে অনুষ্ঠিত ২০১৫ ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও ছিলেন তিনি।
২৬ বছর বয়সী স্টার্ক এখন পর্যন্ত ২৫টি টেস্ট ও ৪৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে ৯১ ও টেস্টে ৯০টি উইকেট পেয়েছেন তিনি। অন্যদিকে তার স্ত্রী হিলে ৩২টি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলেছেন।স্টার্ক-হিলের পরিচয় দীর্ঘ দিনের। ছোটকাল থেকেই তাদের মধ্যে পরিচয়। সেখান থেকে প্রেম। শেষ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা।

অন্যদিকে প্রথম ক্রিকেটার দম্পতি দেখা গিয়েছিল ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডেই। ইংল্যান্ডের ক্রিকেটার রজার প্রিডিআক্সের জীবন সঙ্গিনী ছিলেন ইংল্যান্ডের নারী ক্রিকেট দলের রাথ ওয়েস্টব্রুক।রজার প্রিডিআক্স ১৯৬০ এর দশকের শেষের দিকে ইংল্যান্ড দলের হয়ে খেলেন ।রজার দেশের হয়ে তিনটি টেস্ট ম্যাচ খেলেছিলেন। অন্যদিকে রাথ খেলেছিলেন ৮টি টেস্ট। উভয়ই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে প্রথম ক্রিকেটার দম্পতির খ্যাতি অর্জন করেন।

এছাড়া নিউজিল্যান্ডের কিংবদন্তী বোলার রিচার্ড হ্যাডলি বিয়ে করেছিলেন নিউজিল্যান্ড নারী ক্রিকটে দলের কারেনকে। কারেন কিউইদের হয়ে শুধু ওয়ানডে খেলেছিলেন।ইতিহাসে প্রথম বোলার হিসেবে টেস্টে ৪০০ উইকেট নেয়ার রেকর্র্ডটি হ্যাডলির দখলে। তার স্ত্রী কারেন দেশের হয়ে ১৫টি ম্যাচ খেলেছিলেন। তাতে তার  ব্যাটিং গড় ৪৪.২০ ছিল অসাধারণ। তার সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৩৫ রান।
১১ মে ২০১৬/এমটি নিউজ২৪/তারিকুল/টিআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে