বুধবার, ১১ মে, ২০১৬, ০৪:৪২:০১

ভারতে কোহলির চেয়েও জনপ্রিয় মুস্তাফিজ, দাবি ভারতীয়র

ভারতে কোহলির চেয়েও জনপ্রিয় মুস্তাফিজ, দাবি ভারতীয়র

স্পোর্টস ডেস্ক: কাটার আর স্লোয়ারের মিশ্রণে ক্রিকেট পাড়ায় জনপ্রিয় নাম মুস্তাফিজুর রহমান।  প্রথম বারের মতো ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিয়ে চোখ ধাঁধানো বোলিং উপহার দিয়ে কিংবদন্তী ও ক্রিকেটবোদ্ধাদের প্রশংসায় ভাসছেন তিনি। আর ভারতে শীর্ষ ব্যাটসম্যান বিরাট কোহলির চেয়েও জনপ্রিয় বাংলাদেশের মুস্তাফিজ। এমনটাই মনে করেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী।

গতকাল (মঙ্গলবার) রাজধানীর এশিয়াটিক সোসাইটি আয়োজিত ‘বৈশ্বিক প্রেক্ষিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এমনটাই দাবি করেন।

বিদ্যুৎ চক্রবর্তী বলেন, ‘এটা সত্য যে, ভারতে মুস্তাফিজের যত ফ্যান আছে, বিরাট কোহলির ততটা নেই। প্রথম বারের মতো আইপিএলে অংশ নিয়ে মুস্তাফিজ যেভাবে খেলছেন, প্রতিদিন তাকে নিয়ে ভারতের পত্রিকায় খবর আসে। আমার বাড়িতে এটা নিয়ে তো লড়াই। আমি বিরাটের ফ্যান, আর ছেলেমেয়ে মুস্তাফিজের ফ্যান। আমার বউও তাই। মানে ডিভোর্স হওয়ার জোগাড়।   

ভারতীয় গণমাধ্যমের প্রতিদিনই খবরের শিরোনাম হচ্ছেন বাংলাদেশি এই অফ কাটার। সে কথা উল্লেখ্য করে  তিনি বলেন, ‘ভারতের প্রতিটি সংবাদপত্রে মুস্তাফিজকে একবার উল্লেখ করা হচ্ছেই। প্রত্যেক বড় বড় খেলোয়াড় ডেল স্টেইন, মুত্তিয়া মুরলিধরন, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলেসহ মুস্তাফিজের প্রশংসা করছেন। মুস্তাফিজ আমাদের এই অঞ্চলে এক বিরাট আবিষ্কার, সেটা আমি জোরগলায় বলতে পারি। আমি বলি, মুস্তাফিজ ইন্ডিয়ায় জন্মালেন না কেন, তাহলে ভারতের হয়ে খেলতে পারতেন। আমি নিজে ওর খেলা দেখেছি। যেভাবে খেলছেন, একদিন অনেক বড় খেলোয়াড় হবেন।’
১১ মে,২০১৫/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে