বুধবার, ১১ মে, ২০১৬, ০৪:৫৬:২৩

মুস্তাফিজের বাজিমাত, ২২২ বল করে ২২৯ রান দিয়ে ১৩ উইকেট

মুস্তাফিজের বাজিমাত, ২২২ বল করে ২২৯ রান দিয়ে ১৩ উইকেট

স্পোর্টস ডেস্ক: গতকাল পুনের বিপক্ষে ম্যাচে রাতে ৪ ওভার বল করে উইকেট শূন্য ছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। হয়তো এমনটা আশা করেননি বাংলাদেশিসহ সব মুস্তাফিজ ভক্তরা।  তবে উইকেট না পেলেও চেপে পুনের ব্যাটসম্যানদের চাপে রেখেছিলেন কাটার মাস্টার তা বলার অপেক্ষা রেখেননি।  

প্রথমবারে মত ক্রিকেটবিশ্বের সর্বোচ্চ দামি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলতে গিয়ে মাঠে নেমে ‘রহস্যময়’ কাটার ও ইয়র্কারে নাভিশ্বাস করে তুলেছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের।  মুস্তাফিজুর রহমান, বয়স মাত্র ২০। অথচ আইপিএলের সবচেয়ে আলোচিত তারকা ক্রিকেটার। খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।  

মুস্তাফিজের সঙ্গে আইপিএলে খেলছেন বিরাট কোহলি, ক্রিস গেইল, এডি ডি ভিলিয়ার্স, ডুইন ব্রাভোদের মতো তারকা ক্রিকেটাররা। কিন্তু সবাইকে ছাড়িয়ে শীর্ষে দুই অস্ট্রেলিয়ান টম মুডি ও ডেভিড ওয়ার্নারের প্রিয় ‘ফিজ’ মুস্তাফিজ। এবার প্রথম খেলছেন মুস্তাফিজ। প্রথমবারেই আলোর বিচ্ছুরণ ছড়াচ্ছেন। প্রতিভার দ্যুতি ছড়িয়ে আলোকিত করেন আইপিএলকে।  

১৬ এপ্রিল অভিষেকের পর থেকে একই ধারাবাহিকতায় পারফরম্যান্স করে যাওয়া মুস্তাফিজ এখন ক্রিকেট বিশ্বের সবচেয়ে আরাধ্য নাম। শুধু আইপিএলের দলগুলো নয়, বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক লিগ বিগ ব্যাসের দলগুলোও ব্যস্ত হয়ে পড়েছে মুস্তাফিজকে নিতে।  দলগুলো একটি অলিখিত প্রতিযোগিতায়ও মেতে উঠেছে। হায়দরাবাদের পক্ষে ১০ ম্যাচে ১৫.৬১ গড়ে উইকেট নিয়েছেন ১৩টি।  
এই মুহূর্তে উইকেট শিকারে পিছিয়ে আছেন আন্দ্রে রাসেল, শেন ওয়াটসন, ভুবেনেশ্বর কুমার ও ম্যাকগ্লানের চেয়ে। ১৪টি করে উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন এই চারজন। ১৩ উইকেট নিয়ে পরের সারিতে থাকা মুস্তাফিজ আইপিএলে নিজের সেরা বোলিং করেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে (৩/১৬)।

 আইপিএলের চলতি আসরের সেরা মিতব্যয়ী বোলিংটাও মুস্তাফিজের। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে তার স্পেল ছিল ৪-১-৯-২। আসরে এখন পর্যন্ত তার বোলিং স্ট্রাইক রেট ওভারপ্রতি ৬.১৫। ১০ ম্যাচে মুস্তাফিজের পারফরম্যান্স এখন ৩৭ ওভার অথ্যাৎ (২২২) বল করে মেডেন পেয়েছেন মাত্র একটি এবং রান দিয়েছেন ২২৯। গতকাল উইকেট না পেলেও তার দল হায়দরাবাদ জয় পেয়ে রান রেটে শীর্ষে উঠে গেছে।
১১ মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে