বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ০৮:৩৭:৩৫

টুইট বিদ্রুপের শিকার ধোনি

টুইট বিদ্রুপের শিকার ধোনি

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নবম আসরে পুনের জার্সিতে খেলছেন দেশটির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু দলের তারকা খেলোয়াড়দের ইনজুরিতে একের পর এক হেরে প্রায়ই বিধ্বস্ত দলটি। আইপিএল শুরুর প্রথম দিন থেকে ধোনি ধোনি যে হুঙ্কার শোনা যাচ্ছিল, তা একেবারে শোকযাত্রায় পরিণত হয়েছে।

প্রশ্ন উঠছে ধোনির ক্যাপ্টেন্সি নিয়েও। গোটা ময়নাতদন্তে প্রশ্ন উঠছে ধোনির 'পছন্দ' ও 'অপছন্দ' নিয়েও। আর 'অপছন্দে'র তালিকায় ইরফান পাঠানের নামের গুঞ্জনে শুরু থেকেই টুইটে বিদ্রুপের শিকার মহেন্দ্র সিং ধোনি।

ইরফান পাঠান। অভিজ্ঞ অলরাউন্ডার। দল যখন একের পর এক হার নিয়ে ড্রেসিং রুমে ফিরছে, তখন বাঁহাতি সুইং বোলার ও বাঁহাতি পিঞ্চ-হিটার ইরফানকে কেন একটা ম্যাচ খেলিয়েই বসিয়ে রাখা হল? এ নিয়ে টুইটের পর টুইট, আরধোনি চুপ!
১২ মে,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে